Skip to content

ময়ূরীর ডিম চুরি করতে এসে চরম শিক্ষা পেল চোর, কি করলো ময়ূরীটি! দেখুন ভাইরাল ভিডিও

    img 20221204 094230

    আমরা প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু নতুন ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখি। কখনো সেই সব ভিডিও খুবই আনন্দ দেয়, আবার কখনো দুঃখ দেয়, আবার কখনো প্রচন্ড রাগ হয় ভিডিওগুলি দেখলে। আবার অনেক সময় অনেক শিক্ষামূলক ভিডিও নেট দুনিয়ার মানুষদের সতর্ক করে। সে শিক্ষামূলক ভিডিও দেখে জনমানুষ তাদের জীবনে সেটা কাজে লাগায়। সম্প্রতি আবারও একটি শিক্ষনীয় ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটি দেখা মাত্রই  এই কাজ করার পূর্বে যেকোনো নেটেজেন অন্তত একটিবারও ভাববে।

    Peacock

    ভাইরাল ভিডিওটাই দেখা যাচ্ছে একটি স্থানে একটি ময়ূরী (Peahen) অনেকগুলো ডিম দিয়েছে। ডিম পাড়া (Peahen Egg) মাত্রই  ডিমের উপর বসে তা-ও দিচ্ছে। হঠাৎ দূর থেকে কোন এক ব্যক্তি এসে উপস্থিত হয় আর সেই ময়ূরীকে সরিয়ে তার ডিম চুরি করার চেষ্টা করে। তবে অচেনা লোকটি খেয়াল করেনি তার পাশে একটি ময়ূর (Peacock) উপস্থিত ছিল। সে আশা মাত্রই তখনই ঘটে বিপত্তি।

    যখনই সেই অচেনা মানুষটি ময়ূরীটির ডিম চুরি করতে যায়, সেই সময়ই পাশ থেকে উড়ে এসে ময়ূরটি লোকটিকে আক্রমণ করে। ময়ূরের ধাক্কায় লোকটি ডিমে হাত দিতে না পেরে ছিটকে পড়ে যায়। এই ভিডিওটির সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হতে শুরু করে।

    Peacock egg

    ভিডিওটি দেখে বহু নেটিজেনরা লোকটিকে তিরস্কার জানায়। এছাড়াও অনেকে প্রশ্ন তুলেছে, -‘কেন সে বন্য প্রাণীদের এভাবে বিরক্ত করবে?’ আবার কেউ কেউ লিখেছেন, ‘ঠিক হয়েছে। যেমন কর্ম করেছে লোকটি, ঠিক তেমনই ফলাফল পেয়েছে।’ তবে এটাও ঠিক এই ভিডিওটি দেখামাত্রই যেসব নেটিজেনরা বন্য পশু পাখিদের সাথে অভদ্র আচরণ করে তাদের বিরক্ত করে বা করার চেষ্টা চালায়, তাদের মনে শিক্ষার উদয় হয়েছে।