Skip to content

এই ৮ জন মহান ব্যক্তিত্ব যারা জন্মসূত্রে পাকিস্তানি হলেও সারাজীবন কাটিয়ে দিয়েছেন এই ভারতবর্ষেই!

img 20221224 184937

ভারত সমস্ত সম্প্রদায়ের দেশ। এখানে বাঙালি, মুসলিম, জৈন, শেখ, শক, হুন, পাঠান, মোগল সকলেই ভালোভাবে বসবাস করতে পারে। বিভিন্ন প্রান্তের মানুষ ভারতে পা রাখার পর আর নিজের দেশে ফিরে যান না। হয়তো এই দেশে এমন অনেক আকর্ষণীয়তা আছে যা অন্য দেশে নেই। এমনই ৮ জন বিখ্যাত ব্যাক্তির কথা বলব, যারা ভারতবর্ষকে ভালোবেসে নিজের দেশ ছেড়েছিলেন।

১) ইউসুফ খান (Yusuf Khan) :

Dilip Kumar

এই নামের সঙ্গে পরিচিত নন দেশবাসী। তবে সবাই তাকে বলিউডের দিলীপ কুমার নামেই চেনেন। দেশভাগের পূর্বে এই কিংবদন্তী মুম্বাইয়ে এসেছিলেন। তবে তার জন্ম হয়েছিল ৫০-৬০ এর দশকে পাকিস্তানের পেশোয়ারে। যতদিন দেশভাগ হয়েছে ততদিনে মুম্বাইয়ে তার প্রতিপত্তি বেড়েছে। তিনি ভারতে বসবাস করে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন। ফিরে যায়নি তার দেশে।

২) আদনান সামি (Adnan Sami) :

Adnan Sami

বলিউডের এই দুর্দান্ত অতুলনীয় গায়ক ভারতে নিজের কেরিয়ার করতে এসেছিলেন। তবে পূর্বে তিনি ভারতে বসবাস করতেন না। তবে ভারতবাসী এই শিল্পীর গান এত মুগ্ধ হয়েছিল যে তা দেখে আদনানজি পাকিস্তান ছেড়ে পাকাপাকিভাবে এখানেই থাকার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ভারতের নাগরিকত্ব পেয়ে এখানকারই নাগরিক।

৩) এল কে আদভানি (L K Advani) :

L K Advani

ভারতীয় জনতা পার্টির ভিত্তি স্থাপন করেছিলেন
বিজেপির এই বর্ষীয়ান রাজনীতিবিদ। পাকিস্তানের করাচিতে তার জন্ম হয়েছিল। দেশভাগের পর তিনি পরিবারসহ ভারতে চলে আসেন এবং সারা জীবনের জন্য এখানেই বসতি স্থাপন করেন।

৪) ওস্তাদ বড়ে গোলাম আলি খান  (Ustad Bade Gulaam Ali Khan) :

Ustad Bade Gulaam Ali Khan

এই কিংবদন্তি শিল্পী অন্য শিল্পীদের তুলনায় সবচেয়ে অন্যতম। তার কণ্ঠস্বরের যাদুতে গোটা বিশ্বের মানুষ মোহিত হয়ে যায়। পাকিস্তানের কাসুরে জন্মগ্রহণ করেছিলেন এই শিল্পী তবে পরবর্তীতে ভারতেই বসবাস করতে শুরু করেন তিনি।

৫) বেগম বুধ (Begam Boodh) :

Begam Boodh

১৯৪০-১৯৫০ এর দশকে বলিউডের একজন অসামান্য সুন্দরী অভিনেত্রী ছিলেন বেগম বুধ। তবে ভারতে নিজের ক্যারিয়ার গড়ে তুললেও এই অভিনেত্রী পাকিস্তানের ঝিলামের বাসিন্দা।

৬) মনমোহন সিং (Monmohan Singh) :

Monmohan Singh

অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তানের জন্মগ্রহণ করেছিলেন এবং তারপর তিনি দেশে ফিরে আসেন।

৭) সাহির লুধিয়ানভি (Sahir Ludhianvi) :

Sahir Ludhianvi

জনপ্রিয় এই গীতিকার এবং কবির জন্ম হয়েছিল পাকিস্তানের লুধিয়ানায়। তবে একটি ঘটনায় তিনি দিল্লিতে চলে এসে বসবাস করতে শুরু করেন। এরপরে কোনদিনও নিজের দেশে ফিরে যাননি তিনি।

৮) যোগেন্দ্রনাথ মণ্ডল (Jogendra Nath Mondal)

Jogendra Nath Mondal

এনেছিলেন পাকিস্তানের প্রথম শ্রম এবং আইনমন্ত্রী। এছাড়াও তিনি ছিলেন তপশিলি জাতির নেতা এবং মুসলিম লীগের মিত্র। পাকিস্তানি হিন্দুদের প্রতি খারাপ আচরণ হওয়া দেখে যোগীন্দ্রনাথ মন্ডল নিজের দেশ ত্যাগ করেন এবং ভারতে বসবাস শুরু করেন।