Skip to content

বলিউড থেকে সাউথ, নতুন বছরে বক্স অফিস কাঁপাতে মুক্তি পেতে চলেছে এই ৭ টি ব্লকবাস্টার ছবি!

  img 20221202 083425

  রিপোর্ট অনুযায়ী এই নতুন বছরের মুক্তি পেতে চলেছে ৭ টি দুর্দান্ত সিনেমা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সিনেমা গুলি দেখার জন্য।

  ১) পাঠান (Pathan)

  Pathan

  নতুন বছরের মুক্তি পেতে চলা এই সিনেমায় থাকছেন শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা সহ আরও অনেক শিল্পীরাই। এই ছবির মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন বলিউডের বাদশা।

  ২) আদিপুরুষ (Aadipurush)

  Aadipurush

  ২০২৩ সালের ১২ ই জানুয়ারি সুপারস্টার প্রভাষ এবং কৃতি স্যানন অভিনীত দুর্দান্ত একটি সিনেমা আদিপুরুষ মুক্তি পেতে চলেছে। ভক্তরা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত।

  ৩) জওয়ান (Jawaan)

  Jawaan

  প্রতিবেদন সূত্রে জানা গেছে দক্ষিণের পরিচালক অ্যাটলি এবং বলিউডের বাদশা শাহরুখ খান দুজনের প্রচেষ্টাতেই এই অ্যাকশন ফিল্মটি প্রস্তুত হয়েছে। ২০২৩ সালে মুক্তি পেতে পারে এই সিনেমাটি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা হয়নি।

  ৪) ডানকি (Dhunki)

  Dhunki

  এই ছবির মাধ্যমে প্রথমবার শাহরুখ খান এর মতো অভিনেতা এবং রাজকুমার হিরানির মতো অতুলনীয় পরিচালককে একসাথে কাজ করতে দেখা যাবে। জানা গেছে ছবিটি একটি কমেডি সিনেমা। আগামী বছর এই ছবিটি মুক্তি পেতে চলেছে। তবে আনুষ্ঠানিকভাবে কোন তারিখ ঘোষণা হয়নি।

  ৫) পুষ্পা ২ (Pushpa 2)

  Pushpa 2

  এই ছবির প্রথম অংশ দুর্দান্ত হিট হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল। এবার দর্শকরা দ্বিতীয় পর্ব দেখার জন্য উত্তেজিত হয়ে অপেক্ষারত। রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

  ৬) টাইগার ৩ (Tiger 3)

  Tiger 3

  ২১শে এপ্রিল ২০২৩ সালে টাইগার সিরিজের তৃতীয় ছবি মুক্তি পেতে চলেছে। সালমানের ভক্তরা অধির আগ্রহ এই ছবিটি দেখার জন্য অপেক্ষায় আছেন।

  ৭) এনিম্যাল (Animal)

  Animal

  রানবির কাপুর অভিনীত এই ছবির মুক্তির ঘোষনা কিছুদিন আগেই করা হয়েছে। ছবিতে রেশমিকা মান্দানা সহ অনিল কাপুর এবং পরিনীতি চোপড়া দেখা যাবে।