ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারকারা তাদের বিলাসবহুল জীবনযাপনের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে আজকের এই প্রতিবেদনটি ৭ জন খ্যাতনামা বলিউড অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে যারা শুধু নিজেদের জীবনকে বিলাসবহুল ভাবে কাটান না পড়ন্ত সমাজের প্রতিটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন সাহায্য করতে। যারা তাদের নিজেদের কঠোর পরিশ্রমের একাংশ পারিশ্রমিক ফাউন্ডেশন বা এনজিওতে বিনিয়োগ করেন দরিদ্র ও অভাবী মানুষগুলোকে সাহায্য করতে।
১) সালমান খান (Salman Khan)
প্রথমেই এই তালিকায় তারকাদের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয় সালমান খানকে (Salman Khan)। আশা করি প্রথমেই এই নামটি দেখে আপনারা খুব একটা অবাক হবেন না, কারণ সকলেরই জানা সালমান খান তার ভক্তদের কাছে একজন দুর্দান্ত অভিনেতার থেকেও আগে একজন অত্যন্ত দরদী মানুষ। যিনি গরীব-দুঃখীদের বিপদের দিনে সাহায্য করেন। এছাড়াও বর্তমানে প্রত্যেকে জানেন বিয়িং হিউম্যান (Being Human) নামে তার একটি নিজস্ব ফাউন্ডেশন রয়েছে যেটা তিনি ২০০৭ সালে শুরু করেছিলেন বেশিরভাগ সময়ই এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দরিদ্র সকল মানুষদের স্বাস্থ্য সেবা করেন এবং শিক্ষা প্রদান করেন।
২) শাহরুখ খান (Shahrukh Khan)
অভিনেতা শাহরুখ খান, যিনি চলচ্চিত্র জগতের সাথে তার কোটি ভক্তদের মধ্যে কিং খান নামেও পরিচিত, আজ এই অভিনেতার একটি নিজস্ব এনজিও রয়েছে, যার নাম তিনি তার বাবা মীর তাজ মোহাম্মদের নামে ‘মীর ফাউন্ডেশন’ (Mir Foundation) রেখেছেন। মূলত এখানেই যাদের অ্যাসিড আক্রমণ হয় তাদের সব দিক থেকে সাহায্য করা হয়।
৩) আমির খান (Amir Khan)
বলিউডের এই বিখ্যাত অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট (Mr. Perfectionist) নামে পরিচিত। ২০১৬ সালে তিনি ও তার স্ত্রী কিরণ রাও (Kiran Rao) একসাথে ‘পানি’ (Pani Foundation) ফাউন্ডেশন শুরু করেন, যা দেশের সমস্ত খরা-প্রবণ এলাকা সহ গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জলের সমস্যা মোকাবেলায় সাহায্য করে।
৪) সুস্মিতা সেন (Susmita Sen)
বলিউডের সুপরিচিত এই অভিনেত্রী তথা আমাদের মিস ইউনিভার্সের খেতাব বিজয়ী তার নিজস্ব একটি ‘আই অ্যাম ফাউন্ডেশন’ (I Am Foundation) পরিচালনা করেন, যা তিনি শুধুমাত্র গত ২০০৯ সালে শুরু করেছিলেন। এই ফাউন্ডেশন টি মূলত মানুষের বিভিন্ন ধরনের সমস্যায় কাজ করে।
৫) দীপিকা পাড়ুকোন (Deepika Padukon)
বলিউডের অন্যতম সর্বশ্রেষ্ঠ এই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) একসময় জীবনের চূড়ান্ত হতাশার শিকার হয়েছিলেন যা তিনি নিজেই বহুবার মিডিয়ায় প্রকাশ করেছেন তাই তিনি মানুষের চিকিৎসার উপর ভিত্তি করে একটি ‘লিভ লাভ লাইফ’ (Live Lough Life) নামে এনজিও চালান। ২০১৫ সালে এটি শুরু করেছিলেন তিনি।
৬) আলিয়া ভাট (Alia Bhatt)
এই তালিকায় পরবর্তী নামটি বলিউডের সুপরিচিত অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt)। যিনি ‘কোএক্সিট’ (Co-Exist) নামে একটি সামাজিক কল্যাণমূলক কর্মসূচির সাথে যুক্ত। এই ফাউন্ডেশন মূলত প্রাণীদের জন্য এবং বাস্তবিদ্যার জন্য কাজ করে।
৭) অনুপম খের (Anupam Kher)
প্রতিবেদনের এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত নামটি হল আমাদের প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের-এর (Anupam Kher). বিগত বেশ কয়েক বছর ধরে গরিব শিশুদের শিক্ষায় ২০০৭ সাল থেকে তিনি ‘অনুপম খের ফাউন্ডেশন’ (Anupam Kher Foundation) পরিচালনা শুরু করেন।