Skip to content

এই ৬ জন বলিউড তারকা যারা দেশকে রক্ষার জন্য লড়েছেন শত্রুদের সাথেও, একসময় ছিলেন ভারতীয় সেনাতে কর্মরত!

img 20230314 224847

বলিউডে ভারতীয় সেনাদের নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে। বর্ডার থেকে শুরু করে শেরশাহ এবং এছাড়াও আরও অনেক সিনেমা আছে, যা ভারতের জন্য বলিউডে তৈরি হয়েছে। তবে আপনি হয়তো শুনলে অবাক হবেন যে বলিউড এমন ৬ জন অভিনেতা আছেন, যারা শুধু দেশের সেনা চরিত্রে অভিনয় করেনি বরং বাস্তবেও এই সেবায় যুক্ত ছিলেন। চলুন আজকের এই প্রতিবেদনে তাদের সম্পর্কে জেনে নি।

১) আনন্দ বক্সী (Anand Bakshi)

Anand Bakshi

আনন্দ বক্সী হলেন একজন বিখ্যাত গীতিকার। ‘কুছ তো লোগ কহেঙ্গে’ থেকে শুরু করে ‘মেহেন্দি লাগাকে রাখনা’, এমন অসংখ্য দুর্দান্ত স্মরণীয় গান লিখতেন। তবে একসময় তিনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতেন।

২) এ আর রহমান (A R Rahman) :

A R Rahman

ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে এই গায়কের কন্ঠের যাদু সকলকে মোহিত করে তোলে। তার সুরের কাছে সবাই কুর্নিশ জানায়। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন। তবে গায়ক হওয়ার পূর্বে ভারতীয় বায়ু সেনার পাইলট হিসাবে কাজ করেছেন তিনি।

৩) গুফি পেন্টল (Gufi Paintal)

Gufi Paintal

এই অভিনেতা বিখ্যাত হয়েছিলেন মহাভারতে শকুনির চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে এই ব্যাক্তিই অভিনয়ের পূর্বে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময় বিভিন্ন কলেজ থেকে সেনা হিসাবে নিয়োগ হয়েছিল।

৪) বিক্রমজিৎ কনওয়ারপাল (Vikramjeet Kanwarpal) :

Vikramjeet Kanwarpal

এই বিখ্যাত অভিনেতাও অনেক ভালো ভালো সিনেমা যেমন  ‘পেজ থ্রি’, ‘মার্ডার ২’, ‘রকেট সিং’ থেকে ‘জব তাক হে জান’ -তে অভিনয় করেছিলেন। তবে অভিনয়ের পূর্বে তিনি ভারতীয় সেনার কাজে নিযুক্ত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি এই পেশায় যুক্ত হন।

৫) রুদ্রাশিস মজুমদার (Rudrashis Majumder)

Rudrashis Majumder

বেশ কয়েকটি বলিউড ছবিতে এই অভিনেতাকে অভিনয় করতে দেখা গেছে। তবে অভিনয়ে আসার পূর্বে ভারতীয় সেনার মেজর ছিলেন তিনি।

৬) মোহনলাল (Mohanlaal) :

Mohanlaal

দক্ষিণী ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের এই জনপ্রিয় অভিনেতা ২০০৮ সালে ভারতীয় সেনায় সাম্মানিক পদে নিয়োগ হয়েছিলেন। তিনি লেফটেন্যান্ট কর্নেল উপাধি পেয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বিনোদন জগতের প্রতি আকৃষ্ট হন এবং আগের মতো এই পেশাতেও অনেক খ্যাতি অর্জন করেন।