করোনার সময় থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৩৯টির মতো সিনেমাই বলিউডে ফ্লপ হয়েছে। দক্ষিণ সিনেমার প্রভাবে বলিউডের অবস্থা হয়ে পড়েছিল একেবারে শোচনীয়। খিলাড়ি (Khiladi) থেকে শুরু করে আয়ুষ্মান খুরনা (Ayushman Khurana) মতো অভিনেতারাও শত চেষ্টা করে বলিউডে দর্শকদের আগের মতো আগ্রহ ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছিল। তবে ২০২৩ সালেই বলিউডের কিং খানের “পাঠান” আগমনের ফলে কেটে গেল সব আশঙ্কা। তবে এটা সবে মাত্র শুরু, এখনও বেশ কয়েকটি বলিউডের সিনেমা পর পর হিট না করলে আবারও থমকে পড়বে ইন্ডাস্ট্রি। তাই পাঠান মুক্তিতে দর্শকদের মধ্যে বলিউডের প্রতি যে উন্মাদনাটা গড়ে উঠেছে, তা বজায় রাখার জন্য বলিউডে এই ৬ টি ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়াল আসতে চলেছে। তালিকাটি দেখে নিন-
১) টাইগার ৩ (Tiger 3)–
এবার বলিউডে আসতে চলেছে দীর্ঘদিনের জনপ্রিয় অভিনেতা সালমান খানের নতুন ছবি টাইগার ৩। এই ছবিতে আবারও বহু বছর পর সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। অন স্ক্রিন হোক কিংবা অফ স্ক্রিন, দর্শকরা তাদের একসাথে দেখতে খুবই পছন্দ করেন। এছাড়াও ‘পাঠান’-এ টাইগার আর পাঠানকে অ্যাকশন করতে দেখে দর্শকদের মনেও ‘ সালমানের এই আসন্ন ছবি নিয়ে উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। ২০২৩ সালেই ফ্র্যাঞ্চাইজির এই ছবিটি মুক্তি পেতে চলেছে।
২) ওহ মাই গড ২ (Oh My God 2)–
এই ছবিটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়া জুড়ে চূড়ান্ত বিতর্ক শুরু হলেও দেশের অনেক মানুষ এবং সমালোচকদের মুখে প্রশংসা করিয়েছেন অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। এবার এই ছবিটির সিক্যুয়াল মুক্তি পেতে চলেছে। তবে এবার এই ছবিতে আরো দুজন জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে। তারা হলেন পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম।
৩) সিংহম ৩ (Singham 3)–
২০২২ সালে অজয় দেবগানের অনেক ছবি মুক্তি পেয়েছিল। তবে সেগুলি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ হয়েছিল। এবার আবারও ২০২৩ সালে অক্ষয় কুমারের ছবি “সিংহম থ্রি” মুক্তি পেতে চলেছে। এই ছবির আগের দুটি পর্বে অজয় দেবগনকে পুলিশ হিসেবে দেখা গিয়েছিল। এবারও সেই চরিত্রেই দেখা যাবে তাকে। খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হতে চলেছে।
৪) গদর ২ (Gadar 2)–
আজও হিন্দু-মুসলমান এই দুই সম্প্রদায় নিয়ে গড়ে ওঠা সিনেমা ‘গদর’-এর স্মৃতি আজও ভোলেনি দর্শকরা। বহু বছর ধরেই এই বলিউড ছবির সিক্যুয়ালের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সত্যি দীর্ঘ ২২ বছর পর বড় পর্দায় আসতে চলেছে এই ছবিতে। অনিল শর্মা পরিচালিত এই আসন্ন ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
৫) ফুকরে ৩ (Fukrey 3)–
কমেডি ঘরানায় তৈরি এই সিনেমাটির দ্বিতীয় পর্বটি দর্শকদের বেশ ভালো লেগেছিল। তাই এবার এই সিনেমা তৃতীয় পর্ব আসতে চলেছে। আগের মতো এই পর্বেও দেখা যাবে পুল্কিত সম্রাট, বরুণ শর্মা, মনজ্যোত সিং এবং রিচা চাড্ডাকে।
৬) ড্রিমগার্ল ২ (Dream Girl 2)-
২০২২ সালে আয়ুষ্মান খুরানার একটি ছবিও বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। তাই এই বছর আবারও নতুন রূপে ফিরছেন তিনি। কমেডি ঘরানার এই ছবিতে প্রথম পর্বে পুজার চরিত্রটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার এই ছবিতে আয়ুষ্মানের সাথে থাকবে আরও অনেক জনপ্রিয় শিল্পীরা। তবে এবার নায়িকা হিসাবে দেখা যেতে পারে অনন্যা পান্ডে’কে।