যদি মাসের প্রথম দিন শুক্রবার হয়, তাহলে পুরো মাসটাই বিনোদনের ডোজ পাওয়া যাচ্ছে ভাবলে ভুল হবে না। একটি বা দুটি নয়, চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি ছবি। জুলাই মাসে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘শামশেরা’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘শাবাশ মিঠু’র মতো অনেক চলচ্চিত্র। তো চলুন আজকে জানা যাক কোন কোন সিনেমা জুলাইয়ে পুরো মাসব্যাপী মুক্তি পেতে চলেছে।
১. বিদ্যুৎ জাম্মওয়ালের (Vidyut Jamwal) ছবি ‘খুদা হাফিজ পার্ট 2’ (khuda hafiz 2) নির্মাতারা 8ই জুলাই মুক্তি পাচ্ছে।
২. ‘শাবাশ মিঠু’ (Shabaash Mithu)-এর মাধ্যমে, তাপসী পান্নু (Tapashi Pannu) কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন উভয়ের জন্য মিতালি রাজের (Mitali Raj) সংগ্রামের গল্প পর্দায় আনতে চলেছেন। আগামী ১৫ শে জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৩. রণবীর কাপুরের (Ranbir Kapoor) বহুল প্রতীক্ষিত ছবি ‘শামশেরা’ (Samsara) ও এই মাসেই মুক্তি পাচ্ছে। এই ছবির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ছবিটি ২২ শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটির ট্রেলার ও টিজার দেখে ভক্তরা ছবিটিকে বাঁচাচ্ছেন।
৪. কিচা সুদীপের (Kiccha Sudeep) স্পাই অ্যাকশন থ্রিলার (Vikrant Rona) ফিল্মটি ২৮ জুলাই, ২০২২ এ মুক্তি পাচ্ছে। এই ছবিতে কিচা সুদীপের বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে (Jacqueline Farnandaz)। এই ছবিটি হবে থ্রিডি ভিজ্যুয়াল।
৫. ২৯ শে জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘এক ভিলেন রিটার্ন’ (Ek Villan Return) ছবিটি। অর্জুন কাপুর (Arjun Kapoor), জন আব্রাহামের (Jhon Abraham) পাশাপাশি দিশা পাটানিকেও (Disha Patani) দেখা যাবে এক ভিলেন রিটার্নস-এ। 30 জুন নিজেই ছবিটির দুর্দান্ত ট্রেলার মুক্তি পেয়েছে।