Skip to content

এই ৫ ভারতীয় ব্যাটসম্যান যাদের ‘সিগনেচার’ শট পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে

ভারতীয় দলে এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন যারা দেশের হয়ে খেলে ভারতীয় দলকে বিশ্বে দরবারে একটা উচ্চ স্থানে এগিয়ে নিয়ে গিয়েছেন। সুনীল গাভাস্কার থেকে শুরু করে কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় বর্তমানে বিরাট কোহলি ও রোহিত শর্মা, শেখর ধাওয়ান ব্যাটসম্যানরা রয়েছেন। আমরা আজ এমন পাঁচ জন ব্যাটসম্যান এর কথা বলবো যাদের নিজস্ব শর্ট আছে। যারা নিজস্ব শর্ট এর জন্য জনপ্রিয়তা লাভ করেছে সে নিজস্ব শর্ট গুলি হল নিম্নরূপ।

Sachin Tendulkar

 

(১) শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar):- স্টেট ড্রাইভ

শচীন টেন্ডুলকার প্রতিটি শট সুন্দরভাবে খেলতেন এর মধ্যে অন্যতম ছিল স্টেট ড্রাইভ। এই শর্টটি তার নিজস্ব সৃষ্টি ও তার খেলার অভিজ্ঞতার ফলশ্রুতি। এই শর্ট খেলে তাই তিনি সহজে বাউন্ডারি হাকতেন।

Virendra Sehwag

 

(২) বীরেন্দ্র শেবাগ (Virendra Sehwag):- উপার কাট শর্ট

বীরেন্দ্র শেবাগ এখনো ক্রিকেটজগতের একজন গুরু হিসেবে খ্যাত। 2011 বিশ্বকাপে তিনি একটানা পাঁচটি ম্যাচে ইনিংসের প্রথম বলটি মাঠের বাইরেই পাঠিয়েছিলেন। বীরেন্দ্র শেবাগ সর্বদাই মাঝ পিচের বল গুলি কাঠ শর্ট খেলতে ভালোবাসতেন।

Mahendra Singh Dhoni

 

(৩) মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni):-হেলিকপ্টার শট

মহেন্দ্র সিং ধোনির তার নিজস্ব খেলার স্টাইলের জন্য বিখ্যাত ছিলেন। মহেন্দ্র সিং ধোনি এই হেলিকপ্টার শর্টটি তার এক বন্ধুর কাছ থেকে শিখে ছিলেন। প্রসঙ্গত 2011 বিশ্বকাপে শ্রীলংকার বিরুদ্ধে ফাইনালে তিনি হেলিকপ্টার শর্ট খেলে ম্যাচ ফিনিশ করেছিলেন।

Rohit Sharma

 

(৪) রোহিত শর্মা (Rohit Sharma) :- পুল শট

বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান রূপে রোহিত শর্মা জনপ্রিয়। রোহিত শর্মা সামান্য ম্যাচে বিধ্বংসী ব্যাটসম্যানের ভূমিকা পালন করে।যখন কোন বল শর্ট বা কোমরের উপর হয় তখন সেই বল টিকে পুল শর্ট খেলে রোহিত শর্মা তা বাউন্ডারির বাইরে বের করে দিয়ে থাকেন।

Virat Kohli

 

(৫) বিরাট কোহলি (Virat Kohli):- কভার ড্রাইভ

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির নামে, অনেকের মতে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে ফেলবেন বিরাট কোহলি। তবে আপনাদের জানিয়ে রাখি কভার ড্রাইভ বিরাট কোহলির অন্যতম শর্ট । এই শর্ট সর্বদাই তিনি নিখুঁতভাবে খেলে থাকেন। এই শর্ট খেলাতে বিরাট কোহলি স্মিথ ও রিকি পন্টিংকে পিছনে ফেলেছেন।