ক্রিকেট (Cricket) হল এমন একটি খেলা যা অন্যান্য খেলার থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ক্রিকেট খেলায় শুরু থেকে আজ পর্যন্ত এর নানা বিবর্তন চলে এসেছে। সর্বপ্রথম ছিল টেস্ট(Test) ক্রিকেটের দবদবা। তারপর খেলাটিকে আরো জনপ্রিয় করার জন্য বিবর্তিত হয়ে এক দিবসীয় (ODI) ক্রিকেট চলে আসে। এবং খেলা টিকে আরো জনপ্রিয় করে তোলে T20 আসার পর। বর্তমানে ভারত সহ অন্যান্য দেশে T20 ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
যেকোনো খেলাতে তৈরি হয় রেকর্ড। এবং মজার বিষয় হলো যে সেই রেকর্ড ভাঙার জন্য অন্য একজন খেলোয়ার দিবারাত্রি পরিশ্রম করে চলে। আজ আমরা আলোচনা করব 2021 সালে এমন কয়েকটি দুর্দান্ত রেকর্ড যা এই খেলোয়াড়রা ভেঙেছেন। আজ সেই রকমই পাঁচটি এক দিবসীয় ক্রিকেট রেকর্ড ভাঙ্গার গল্প জানাবো।
• একটানা ভারত এই টিমকে হারালো…
ভারত শিখর ধাওয়ান এর নেতৃত্বে 2021 সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে ছিল। সেখানে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে হারিয়ে একদিবসীয় ক্রিকেটে জয় লাভ করে। ভারতীয় টিম প্রথম দল হিসাবে টানা ৯৩ বার অন্য একটি টিমকে হারানোর রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে এই রেকর্ডটি অস্ট্রেলিয়ার নামে ছিল।
• ইংল্যান্ডের সর্বমোট 11 জন প্লেয়ার কে পরিবর্তন….
আমরা যে কোন ক্রিকেট টিমে দেখি খুব জোরে চার থেকে পাঁচজন খেলোয়াড়দের পরিবর্তন করতে দেখা যায়। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একদিবসীয় ক্রিকেটে (2021) ইংল্যান্ড তাদের দলে 11 জন প্লেয়ার কেই পরিবর্তন করে দেয়। এটি একটি রেকর্ড।
• এক দিবসীয় ক্রিকেটে বাবর আজমের শতরানের রেকর্ড…
বিশ্বের সফলতম ক্রিকেটারদের মধ্যে বাবর আজম একজন। ইনি একজন পাকিস্তানী ক্রিকেটার। সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2021 সালে ইনি মাত্র 76 টি ইনিংস খেলে 13 তম শতরান পূরণ করেছেন। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কে পিছনে ফেলে দিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার।
• ফখর জামান ভাঙলেন শেন ওয়াটসনের রেকর্ড…
পাকিস্তানের আর একজন অত্যন্ত সফল ক্রিকেটার হলেন ফখর জামান। ইনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে দ্বিতীয় ইনিংসে 193 রানের একটি রেকর্ড ইনিংস খেলেছিলেন । ফকর জামান অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনের রেকর্ড ভেঙে ফেলেন।
• দ্রুততম অর্ধশত রানের রেকর্ড কুনাল পান্ডিয়া…
এক দিবসীয় ক্রিকেটের রেকর্ড সৃষ্টি করেছেন হার্দিক পান্ডিয়ার দাদা কুনাল পান্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 26 বলে অর্ধশত রান করে রেকর্ড সৃষ্টি করেন। এর আগে এক দিবসীয় ক্রিকেটে 30 বলে অর্ধশত রান করে রেকর্ড করেছিলেন জন মরিস।