Skip to content

এই গায়ক-গায়িকাদের গান ছাড়া অসম্পূর্ণ বলিউড ইন্ডাস্ট্রি! সুরের জাদুতে শ্রোতাদের করেছেন মুগ্ধ

  img 20220815 210041

  যেকোনও চলচ্চিত্রে যদি একটা চমৎকার গান না থাকে, তাহলে সেই চলচ্চিত্রে শূন্যতা গ্রাস করে। ভারতীয় চলচ্চিত্রে গান অন্যতম একটি মাধুর্য। গান ছাড়া যে কোন চলচ্চিত্রই অসম্পূর্ণ। চলচ্চিত্রের দশক থেকে বলিউডের অনেক সঙ্গীত শিল্পীরা মানুষের মন জয় করে নিয়েছে।মান্না দে, কিশোরকুমার ও আলকা ইয়াগনিকের মতো সঙ্গীত শিল্পীরা আজ জায়গা করে নিয়েছেন সকলের মনে। যাদের গানের গলা আজও সুপারহিট। তেমনি আজ বলিউডের এমন ৫ জন সঙ্গীত শিল্পীর কথা বলব যারা শুধু
  ভারতে নয়, সারা বিশ্বে বিখ্যাত।

  ১) কিশোরকুমার (KishorKumar) :-

  Kishore Kumar

  জানা গেছে, গান শেখার জন্য কিশোর কুমার কোনো প্রশিক্ষণ নেননি। তারপরও বলিউডে তার গাওয়া অজস্র গান আজও মানুষের মন ছুঁয়ে যায়। আজকেকার দিনে তরুণরাও তার গান শুনতে পছন্দ করে। তিনি অভিনেতা রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনের জন্য অজস্র গান গেয়েছেন। তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আটটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি শুধু ভারতে নয়, সারা বিশ্বে নিজের সুরেলা কণ্ঠে সবাইকে মাতিয়ে রেখেছিলেন।

  ২) মোহাম্মদ রফি (Mohammed Rafi) :-

  Md Rafi

  মোহাম্মদ রফি বলিউড জগতের একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী। অজস্র চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন তিনি। তিনি সর্বাধিক গান গেয়েছেন অভিনেতা শাম্মী কাপুরের জন্য। তার গানের মধ্যে ছিল এক অন্যরকম স্টাইল। আজও মানুষ তার গান শুনলেই নিজেরা মুখে গুনগুন করে। তিনি শুধু ভারতেই নয় সারা বিশ্বেও সুরেলা কণ্ঠ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন।

  ৩) লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) :-

  Lata Mangeshkar

  সম্প্রতি তিনি না ফেরার দেশে চলে গেছেন। তবুও তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন তার আশ্চর্যতম সুরেলা কন্ঠের মাধ্যমে। তিনি আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। দেশপ্রেমের গান থেকে শুরু করে, আরও অনেক ধরনের গান গেয়েছেন তিনি। লতা মঙ্গেশকর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির নায়িকা থেকে বর্তমান প্রজন্মের জন্য গান গেয়েছেন। তার জাদুর কন্ঠ আজও সকলে খুবই পছন্দ করেন।

  See also  এই হ্রদে পড়ে গেলেও ডুবে যাবেন না আপনি! ভারতেই রয়েছে এমন একটি রহস্যময় হ্রদ

  ৪) উদিত নারায়ণ (Udit Narayan) :-

  Udit narayan

  বলিউডের বিখ্যাত গায়ক হলেন উদিত নারায়ণ। যার গান শুনলে যেমন রোমান্টিক হয় মানুষ তেমনি তাদের মনে নাচতে ইচ্ছাও করে। এই বিখ্যাত গায়ক ৯০ দশকের ফ্লিম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তার অসাধারণ কন্ঠের যাদুতে তিনি শুধু ভারতে নয় সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন।

  ৫) শ্রেয়া ঘোষাল (Sreya Ghoshal) :-

  Shreya Ghoshal

  সঞ্জায় লিলা বানসালির দেবদাস ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন এই অসাধারণ সংগীতশিল্পী। তারপর থেকে শ্রেয়া ঘোষালের অসাধারণ কণ্ঠ সকলের মন জয় করে নিয়েছে। তিনি বর্তমানে বলিউড তথা টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় সংগীত শিল্পী। তিনি শুধু ভারতে নয় সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন।