Skip to content

বলিউডের এই ৫ জন অভিনেত্রী যারা নিজেদের কেরিয়ার তৈরী করেছেন টলিউড থেকেই!

img 20230109 204212

টলিউড (Tollywood) হোক কিংবা বলিউড (Bollywood) এই দুই ইন্ডাস্ট্রিরই বর্তমান অবস্থা খুবই শোচনীয়। অন্যদিকে দক্ষিণী চলচ্চিত্রের বাজার দর্শকদের থেকে শুরু করে বক্স অফিসের কাজে দারুণ হিট। তবে বলিউডের এমন ৫ জন অভিনেত্রী আছেন যারা নিজেদের কেরিয়ার তৈরী করেছেন টলিউড থেকেই।

১) রাখি গুলজার (Rakhee Gulzar)

Rakhee Gulzar

বলিউডের অন্যতম একজন অভিনেত্রী হলেন রাখী গুলজার (Rakhee Gulzar)। ১৯৬৭ সালের দিলীপ নাগ পরিচালন “বধূবরণ” (Badhu Boron) সিনেমাটি বাংলা চলচ্চিত্র ভীষণ সাড়া ফেলেছিল। এর পরেই তিনি রাজশ্রী প্রোডাকশনের ‘জীবন মৃত্যু’ (Jibon Mitru) চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান।

২) শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)

Sharmila Tagore

সেই সাদাকালো চলচ্চিত্রের বড় পর্দায় ফুটে ওঠা অন্যতম সুন্দরী, অভিনয় দক্ষ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) কেরিয়ার জীবন শুরু হয়েছিল সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ‘অপু ট্রিলজি’র (Apu Trilji) শেষ ছবি ‘অপুর সংসার’র (Apur Sangsar) হাত ধরেই। এরপর থেকেই শর্মিলা দেবী বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়ে ছিলেন।

৩) রাণী মুখার্জি (Rani Mukherjee)

Rani Mukherjee

বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী, টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chattapadhay) বিপরীতে ‘বিয়ের ফুল’ (Biyer Ful) চলচ্চিত্রে অভিনয় করে নিজের কেরিয়ার জীবন শুরু করেছিলেন। সেই ছবিতে তার অভিনয় আজও দর্শকদের মধ্যে গাঁথা।

৪) রাধিকা আপ্তে (Radhika Apte)

Radhika Apte

এই তালিকায় যার নাম নিতেই হয় তিনি হলেন রাধিকা আপ্তে (Radhika Apte)। বর্তমান তার অভিনয় দক্ষতা ছাপিয়ে গেছে বলিউড অভিনেতাদেরও। তবে এই অভিনেত্রী ‘অন্তহীন’, ‘রূপকথা নয়’, ‘পেন্ডুলাম’ সহ একাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করে নিজের কেরিয়ার তৈরি করেছেন।

৫) বিদ্যা বালন (Vidya Balan)

Vidya Balan

এই বহুমুখী প্রতিভা সম্পন্ন সুন্দরী অভিনেত্রী ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার অর্জন করেছিলেন, জাতীয় পুরস্কার জয়ী ছবি ‘ভালো থেকো’তে (Valo Theko) অভিনয় করে।