Skip to content

এই ৫ জন সুন্দরী যারা একসময় জিতেছিলেন ‘মিস ইন্ডিয়া’-র খেতাব, বর্তমানে তারা কোথায়? কিভাবে জীবন কাটাচ্ছেন তারা!

সকল উচ্চাকাঙ্ক্ষী মডেলদের কাছে ‘মিস ইন্ডিয়ার’ (Miss India) মুকুট পড়া একটি আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। প্রতিবছর বিভিন্ন স্থানে মিস ইন্ডিয়া (Miss India Competition) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যে এই প্রতিযোগিতাটি জেতেন তার গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে এগোনোর ভবিষ্যৎ বেশ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বিভিন্ন ধরনের সুযোগ পেতে থাকেন। আজকের এই প্রতিবেদনে এমনই ৫ জন মিস ইন্ডিয়া (Top 5 Miss India) খেতাব জয়ী মহিলার কথা বলব, যারা ভারতের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন।

 

১. রিতা ফারিয়া (Rita Fariya) –

Rita Fariya

১৯৬৬ সালে চিকিৎসা বিদ্যা নিয়ে পড়াশোনা করা রিতা ফারিয়া (Rita Fariya)  মিস ইন্ডিয়ার খেতাব জিতে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। এখানেই শেষ নয়, তিনি থেমে না থেকে পরবর্তীতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও নাম দিয়েছিলেন এবং সেখানেও নিজের প্রতিভার দাপটে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেন তিনি। তবে পরবর্তীতে তিনি চিকিৎসাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বর্তমানে তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। স্বামী ডেবিড পাওয়েলের সাথে খুব ভালো আছেন তিনি।

২. পামেলা সিং (Pamela Singh) –

Pamela Singh

১৯৮২ সালে ফটোগ্রাফি করতে করতে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা পামেলা সিং (Pamela Singh) বিজয়ী ঘোষিত হন। ফটোগ্রাফি তার পেশা ছিল সারা জীবন। বর্তমানে এই ‘মিস ইন্ডিয়া’ (Miss India) ইউরোপের হেনরি বোর্ডের সাথে বিয়ে করে সেইখানেই রয়েছেন।

৩. জুহি চাওলা (Juhi Chawla) –

Juhi Chawla

বলিউডের ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জুহি চাওলা (Juhi Chawla)। বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই অভিনেত্রী ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী ঘোষিত হয়েছিলেন। এইভাবেই মডেলিং থেকে শুরু হয় তার বলিউড যাত্রা। বর্তমানে তিনি সিনেমা জগতে খুব বেশি সক্রিয় নন। এখন তিনি কলকাতা নাইট রাইডার্স এর মালিক।

৪. মেহর জাসিয়া (Mehr Jesia) –

Mehr Jesia

মডেলিং দিয়ে কেরিয়ার জীবন শুরু করা মেহর (Mehr Jesia) ১৯৮৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে অবশ্য পেশা হিসেবে তার নিজেরই একটি মডেলিং এজেন্সি আছে। তার স্বামী ছিলেন বলিউডের সুপারস্টার  অর্জুন রামপাল।  তবে ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান।

৫. সুস্মিতা সেন (Susmita Sen) –

Susmita Sen