বলিউডের অভিনেতা অভিনেত্রীরা শুধু তাদের অভিনয় কেনিয়ার এর মাধ্যমে নয় পড়ন্ত সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে আরো বিভিন্ন দিক থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন। তাদের ইনকামের রাস্তা কখনও বন্ধ হয় না। তবে সম্প্রতি জানা গেছে বেশ কিছু জন অভিনেতা অভিনেত্রী সিনেমায় ব্যবহার করে তাদের নিজস্ব দামি দামি ব্রান্ডের পোশাক থেকে মোটা টাকা আয় করেন (Bollywood star clothing brand)। সনু নেই প্রতিবেদনে সেই তারকাদের দেখে নেওয়া যাক।
১) আলিয়া ভাট (Alia Bhatt)
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী পরিকল্পনা করেছেন নিজের পোশাকে ব্র্যান্ড সম্প্রসারণ করবেন। এছাড়াও তিনি মাতৃকালীন পরিধান পরিসীমা লঞ্চ করতে চলেছেন। এর আগে তিনি ‘আদ-ই-মামা’ (Ad-e-Mama) পোশাকের ব্র্যান্ড লঞ্চ করেছিলেন। তিনি গর্ভবতী মহিলাও ছোট ছোট বাচ্চাদের জন্য আরামদায়ক পোশাক সরবরাহ করতে পছন্দ করেন।
২) হৃত্বিক রোশন (Hrithik Roshan)
সম্প্রতি তরুণ প্রজন্মের থেকে উৎসাহিত হয়ে বলিউডের এই গুরুজী নিজের ‘এইচআরএক্স’ (HRX) পোশাকের ব্র্যান্ড তৈরি করেছেন।
৩) অনুস্কা শর্মা (Anushka Sharma)
এই অভিনেতা নিজস্ব পোশাকের একটি ব্র্যান্ড রয়েছে। যার নাম ‘নুশ’ (Nush)। তারি পোশাকের ব্র্যান্ডে পশ্চিমা মহিলাদের চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করা হয়।
৪) বিরাট কোহলি (Virat Kohli)
ভারতীয় এই ক্রিকেটার অনেক আগে থেকেই পোশাক ব্র্যান্ড লঞ্চ করেছিলে। তিনি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘রং’ (Raang)-এর নাম দিয়ে পোশাক ব্যবসায় নেমেছেন।
৫) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
তার নিজস্ব পোশাকের এই ব্র্যান্ড ‘ওয়াকিং গার্লস’ (Working Girls) সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে। তিনি পশ্চিমা মহিলাদের চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করেন।
৬) টাইগার শ্রফ (Tiger Shroff)
বলিউডের অন্যতম নামকরা অভিনেতা তার নিজস্ব পোশাকের ব্র্যান্ড ‘প্রউল’ (Prowl) -এর মাধ্যমে পুরুষের পছন্দের পোশাক সরবরাহ করেন।
৭) সোনাম কাপুর ও রিয়া কাপুর (Sonam And Riya Kapoor)
অনিল কাপুরের এই দুই কন্যা তাদের নিজস্ব পোশাক ব্র্যান্ড ‘রেহনাস’ (Rehnas) পরিচালনা করেন। এটি একটি দুর্দান্ত ফ্যাশনেবল ব্র্যান্ড।
৮) সালমান খান (Salman Khan)
সালমান খানের নিজস্ব এই পোশাক ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’ (Being Human) গোটা বিশ্বে বিখ্যাত।
৯) সাইফ আলি খান (Saif Ali Khan)
সাইফ আলি খান সিনেমা ছাড়াও তার নিজস্ব পোশাকের ব্র্যান্ড ‘হাউস অফ পতৌদি’ (House of Pataudi) নিয়ে ব্যস্ত থাকেন। এই ব্র্যান্ডটি সকলের পছন্দের ঐতিহ্যবাহী ব্র্যান্ড।
১০) জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Farnandez)
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ তার নিজস্ব পোশাকের ব্র্যান্ড ‘জাস্ট এফ’ (Just F) নিয়ে খুবই ব্যস্ত থাকেন।
১১) শাহিদ কাপুর (Sahid Kapoor)
এই অভিনেতাও নিজের ‘স্কল্ট’ (Scolt) নাম পোশাক ব্র্যান্ডটি থেকে খুবই সক্রিয় পরিষেবা করেন।
১২) শিল্পা শেঠি (Shilpa Setty)
এই সুন্দরী অভিনেত্রী নিজস্ব বিলাসবহুল ও ফ্যাশনেবল পোশাকের ব্র্যান্ড রয়েছে।