আমরা প্রত্যেকেই জানি সেলিব্রেটিরা সবসময় নিজেদের আসল নাম কাজের জগতে ব্যবহার করেননা। যেমন – অভিনেত্রী কিয়ারা আদভানি’র আসল নাম আলিয়া আদভানি। তবে তিনি নিজের নাম পরিবর্তন করেছেন, কারণ ইন্ডাস্ট্রিতে আগে থেকেই একজন আলিয়া আছে। তবে এমনও কিছু সেলিব্রেটি আছেন, যারা জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে কর্মক্ষেত্রে নিজেদের নাম পরিবর্তন করেছেন। আজ এই প্রতিবেদনে এমনই ১০ জন বলিউড তারকার কথা বলব।
অজয় দেবগন (Ajay Debgn)
বলিউডের অন্যতম সুপারস্টার অজয় দেবগন
জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে নিজের নাম পরিবর্তন করেছেন। অজয় দেবগনের প্রকৃত নাম বিশাল বীরু দেবগন।
অক্ষয় কুমার (Akshay Kumar)
বলিউডের এই ফিটনেস ফিট খিলাড়ি অক্ষয় কুমারের আসল নাম রাজীব ভাটিয়া। তবে অনেকেই আছেন, যারা এই বিষয়ে জানেন না। আসলে জ্যোতিষশাস্ত্রের কথায় তিনি তার আসল নাম পরিবর্তন করে কর্মক্ষেত্রে এই নাম রেখেছেন।
রাজ কুমার রাও (Raj Kumar Rao)
নবাগত এই জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও একসময় তার উপাধি যাদব লিখতেন, তবে পরে জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে তিনি যাদব না লিখে রাও-এ পরিবর্তন করেন।
রানী মুখার্জি (Rani Mukherjee)
বলিউডের এই বিখ্যাত অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রেও খুব বিশ্বাসী। এই অভিনেত্রী সংখ্যাতত্ত্ব অনুযায়ী কর্মক্ষেত্রে নিজের নামের পদবি পরিবর্তন করেছেন।
কারিশমা কাপুর (Karisma Kapoor)
কাপুর বংশের অন্যতম কন্যা তথা বিখ্যাত অভিনেত্রী কারিশ্মা কাপুরও জ্যোতিষশাস্ত্রের অনেক বেশি বিশ্বাস করেন। এই কারণেই এক সময় তিনি তার ইংরেজি নাম থেকে ‘এইচ’ (H) অক্ষরটি বাদ দিয়েছিলেন।
তামান্না ভাটিয়া (Tamannah Bhatia)
জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী এই অভিনেত্রীও সংখ্যাতত্ত্বের কারণে নিজের নাম পরিবর্তনের সময় তাতে ‘এইচ’ (H) যোগ করেছেন।
আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)
এই সুদর্শন অভিনেতা ক্যারিয়ারে সফল হওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে নিজের নাম পরিবর্তন করেছেন।
এ আর রহমান (A. R. RAHMAN)
সবার প্রিয় এই সুরেলা কন্ঠের গায়কের আসল নাম দিলীপ। তবে জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে, ক্যারিয়ারে উন্নতি পাওয়ার জন্য তিনি তার নাম পরিবর্তন করেনছিলেন।
ইরফান খান (Irfan Khan)
যদিও এই কিংবদন্তী সকলের প্রিয় অভিনেতা আজ আমাদের মাঝে উপস্থিত নেই, তবে তিনি জ্যোতিষশাস্ত্রে অনেক বেশি বিশ্বাসী ছিলেন। এর ভিত্তিতে তিনি নিজের নামের সাথে ‘আর’ (R) যুক্ত করেছিলেন।
দিলীপ কুমার (Dilip Kumar)
বছরের পর বছর বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা কিংবদন্তী শিল্পী দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। তিনিও জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে কর্মক্ষেত্রে নিজের নাম পরিবর্তন করেছিলেন।