Skip to content

বলিউড ইন্ডাস্ট্রির এমন ১০ জন অভিনেত্রী যারা জনপ্রিয়তার জন্য করেছেন টপলেস ফটোশুট! দেখুন কিছু ছবি 

img 20230412 175851

সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিকোণ সব কিছুরই পরিবর্তন ঘটেছে। সেই প্রভাব পড়েছে বলিউড ইন্ডাস্ট্রিতেও। বেশ কিছু অভিনেত্রীদের মধ্যে বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে এসেছে অনেক পরিবর্তন। প্রতিভাময়ী অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি হটনেসের দিক থেকেও পিছিয়ে নেই। রইল তাদের ১০টি ছবি। অত্যন্ত হট এবং সেক্সিয়েস্ট ফটোশুটের জন্য প্রস্তুত এবং উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রীরা।

১) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)

Deepika Padukone

আলোচনা শুরুতেই রয়েছে অত্যন্ত হট সুন্দরী এবং প্রতিভাময়ী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নাম। বলিউডের সবচেয়ে বড় ফ্যাশন ফটোগ্রাফার ‘ডাব্বু রত্নানি’ এই অভিনেত্রীর হটেস্ট কভার শুট করেছিলেন। সেখানে দীপিকা কে টপলেস অবস্থায় দেখা গিয়েছিল।

২) জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)

Jacqueline Fernandez

বলিউডের অন্যতম সুন্দরী হটেস্ট অভিনেত্রী হলেন “জ্যাকলিন ফার্নান্দেজ”। তিনি ছিলেন  ‘ট্রেসেমে ইন্ডিয়ার’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেই কারণে একবার সিল্কি চুল দিয়ে শরীরের আড়াল করে তিনি হট ফটোশুট করেছিলেন।  তার এই কিলার লুক সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছিল।

৩) ইশা গুপ্তা (Esha Gupta)

Esha Gupta

বলিউড অভিনেত্রী ইশা গুপ্তা (Esha Gupta) একসময় এফএইচএম (FHM) ম্যাগাজিনের (জুন সংস্করণ) টপলেস প্রচ্ছদ করেছিলেন। সেই ছবিতে তাকে বোল্ড এবং স্মোকিং হট দেখতে লাগছিল। সে সময় তার এই ছবিটি সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।

৪) ব্রুনা আবদুল্লাহ (Bruna Abdullah)

Bruna Abdullah

মডেল-অভিনেত্রী “ব্রুনা আবদুল্লাহ” একটি হট লুকে অর্ধ-নগ্ন ছবি পোস্ট করেছিলেন। তার এই ছবি সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোড়ন গড়ে তুলেছিল।

৫) আলিয়া ভাট (Alia Bhatt)

Alia Bhatt

বলিউডের অন্যতম কিউট অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। ‘ডাব্বু রত্নানির’ চমৎকার ছবি তুলে দিয়েছিলেন তার। কালো বিড়াল নিয়ে থাকা আলিয়া’র এই টপলেস ছবিতে অভিনেত্রীকে বেশ সুন্দর দেখাচ্ছিল।

৬) শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)

Shraddha Kapoor

সকলের পছন্দের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। ‘ডাব্বু রত্নানির’  ক্যামেরার কারুকার্যতে ব্যাকলেস লুকে শ্রদ্ধার ছবি শত শত পুরুষদের মন জয় করে নিয়েছিল রাতারাতি।

৭) দিশা পাটানি (Disha patani)

Disha patani

‘ডাব্বু রত্নানির’ সাথে  দিশা পাটানি (Disha Patani) কাজ করার জন্য প্রথমে টপলেস হট ফটোশুট করেছিলেন। এই হটেস্ট চমকপ্রদ ছবিটি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছিল।

৮) সানি লিওন (Sunny Leone)

Sunny Leone

ভারতের এক সময়ের সেক্সি পর্ণ তারকা তথা বর্তমানে বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী “সানি লিওন” তার সাহসী অবতার দিয়ে ইন্টারনেটে আগুন লাগিয়েছিলেন। বহুবার তিনি বোল্ড লুকের জন্য অর্ধনগ্ন অবস্থায় ফটোশুট করেছেন।

৯) পরিণীতি চোপড়া (Parineeti Chopra)

Parineeti Chopra

বলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী “পরিণীতি চোপড়া” (Parineeti Chopra) তার ফটোশুট দিয়ে পুরো পরিবেশকে উত্তপ্ত করে তুলেছিলেন। যদিও ছবিতে তার অর্থনগ্ন অবস্থা তেমনভাবে বোঝা যায়, তবুও তার  লুক ছিল বোল্ড।

১০) মন্দিরা বেদী (Mondira Bedi)

Mondira Bedi

ছবিতে শুধু একটি মিনি স্কার্ট পরা, “মন্দিরা বেদী” প্রায় সম্পূর্ণ নগ্ন হয়েই বহুবার ফটোশুট করেছেন। তার এই টোনড শরীর ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।