প্রথম থেকেই পরিচালক এস এস রাজামৌলির (S S Rajamouli) নির্মিত চলচ্চিত্র আরআরআর-এর (RRR) ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানে অস্কার (Oscar) পাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এবার তা বাস্তবেই ঘটতে চলল। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রকে গর্বিত করে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (academy awards) সম্মান পেয়েছে এই গান। সেরা মৌলিক বিভাগের গানে অস্কার জয় করে নিল এই ভারতীয় চলচ্চিত্রের সংগীত। সেই খুশিতেই উচ্ছ্বসিত বাংলার মেয়ে রিয়া। কারণ সে নিজেই এই নাটু নাটু (Naatu Naatu) গানের হিন্দি লিরিক্স লিখেছে।
বর্তমানে এমন ঐতিহাসিক জয়জয়কারে গর্বিত সারা ভারত। আরআরআর-এর (RRR) এই “নাটু নাটু” (Naatu Naatu) গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সারা বিশ্বের মানুষকে উত্তেজিত করে তুলেছিল। অস্কার জয় করার পূর্বেও এই গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করেছিল। সব মিলিয়ে দক্ষিণ সিনেমা আরআরআর-এর জনপ্রিয়তা সব সিনেমাকে ছাপিয়ে গেছে। শুধু তেলেগু নয়, পাশাপাশি এই গানের হিন্দি ভার্সনটিও সকলকে মাতিয়ে তুলেছিল। ২০২২ সালে সকলেই এই গানে তালে মেতে উঠেছিল।
এই নাটু নাটু (Naatu Naatu) গানের তেলেগু ভার্সনটিও (Telegu Lyrics) লিখেছিলেন চন্দ্র বোস (Chandra Bose) আর হিন্দিতে (Hindi Lyrics) ‘নাচো নাচো’ -এর (Naccho Naccho) রচয়িতা বাঙালি কন্যা রিয়া মুখোপাধ্যায় (Riya Mukhopadhyay)। সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে এই বাঙালি লেখিকা রিয়া মুখার্জি নাটু নাটু গানটির অস্কার জয়ে তার নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন।
যদিও অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারেননি শিল্পী। তবে মুম্বাইয়ে বসে উচ্ছাস ঝরে পড়ছিল তার কন্ঠ দিয়ে। সাক্ষাৎকারের শিল্পী জানিয়েছেন, এটা একটা অসামান্য বিজয়ী ঘোষণা। রিয়া মুখোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন সুরকার কীরাবাণী স্যরকে, চন্দ্র বোসকে যারা এই নাটু নাটু গানের (Naatu Naatu Song) তেলুগু লিরিক্সটা লিখেছেন। তাদের দুজনকে পুরস্কার গ্রহণ করতে দেখে ভীষণ আনন্দিত হয়ে ওঠেন রিয়া (Riya Mukhopadhyay)।
এছাড়াও এই বাঙালি লেখিকা রিয়া (Riya Mukhopadhyay) জানিয়েছেন, কীরাবাণী স্যর ভীষণ ভাল একজন মানুষ। দুর্দান্ত তার গানের গলা আর চন্দ্র বোসের লিরিক্স অনবদ্য। আর নাটু নাটু-এর হুক স্টেপ সারা বিশ্বে জনপ্রিয়। লেখিকা জানিয়েছেন, ‘ইতিমধ্যেই আমি কীরাবানী স্যরকে ম্যাসেজ করেছি। এবার অপেক্ষায় আছি প্রত্যেকের দেশে ফেরার।’
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কার ইভেন্ট হয়েছিল। এম এম কীরাবানী (M M Kirabani) যিনি এই নাটু নাটু গানে সুর দিয়েছিলেন, তিনি অস্কার (Oscar) মঞ্চে গান গাইতে গাইতে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। প্রথমেই তিনি সেখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং যারা এই গানটিকে অস্কার মঞ্চে নিয়ে এসেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানান। যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন তার চোখে আনন্দের উচ্ছাস ঝরে পড়ছিল। এছাড়াও অস্কার (Oscar) মঞ্চে তিনি নাটু নাটু (Naatu Naatu) গানে লাইফ পারফরমেন্স করেছেন।