Skip to content

দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? মাত্র ২২৫ টাকায় বুক করুন এই সরকারি লজ, রয়েছে সব সুবিধা!

    img 20220909 192259

    ভ্রমণপ্রেমী মানুষরা কাজের থেকে ছুটি পেলেই এদিক-ওদিক ঘুরে আসতে চায়। ভ্রমণপ্রিয় মানুষদের কাছে দিঘা (Digha) খুবই জনপ্রিয়। পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র (Tourist Center) হিসেবে দিঘার (Digha) স্থান প্রথমে।

    Sea beach

    প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দিঘার সমুদ্র সৈকতে। শুধু ভারতীয়রা নয় বিদেশ থেকেও বহু মানুষ এই পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে আসে। কম খরচে কম হোটেল ভাড়া আরামদায়কভাবে কয়েকটা দিন এই পর্যটন কেন্দ্রে কাটানো যায়। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য প্রচুর ট্রেন পাওয়া যায়। তবে সম্প্রতি বেশ কয়েক বছর ধরে দীঘা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে সেখানে হোটেল ভাড়া এবং খাওয়া দাওয়া খরচের দাম আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যার ফলে কয়েকদিন ঘুরে আসার জন্য দিঘা পর্যটন প্রেমী মানুষগুলো বেশ চিন্তিত। এবার সেই চিন্তা থেকে মুক্ত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্য সরকার। বিস্তারিত জেনে নিন।

    Sea

    প্রতিবছর নির্দিষ্ট নির্দিষ্ট সময় অনুযায়ী ইন দীঘা পর্যটন কেন্দ্রের হোটেলের মালিকরা হোটেলগুলির মূল্য অনেক বাড়িয়ে দিয়েছেন। সাধারণত যে হোটেল গুলির প্রধান ভাড়া ১০০০ টাকা তবে নির্দিষ্ট নির্দিষ্ট মৌসুমী সেই ভাড়া ৩০০০ টাকা দরে পৌঁছায়। তবে চিন্তার কোন কারণ নেই এই অধিক দামের মধ্যেও সস্তায় পাওয়া বেশ কয়েকটি হোটেল। আপনারা শুনলে অবাক হবেন এই উচ্চ মূল্যের বাজারে

    মাত্র ২২৫ টাকায় দিঘায় হোটেল পাওয়া যাবে।

    Hotel

    পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নির্দেশে এই নতুন হোটেল গুলি তৈরি হচ্ছে। এই হোটেল গুলির নাম হবে নিউ দীঘা যুব ও আবাস (New Digha Yuba Abas)। এই হোটেলগুলি AC যুক্ত ঘর উপলব্ধ থাকা সত্ত্বেও এক একজনের ভাড়া নেওয়া হবে মাত্র ২২৫ টাকা করে। আবার
    AC ডবল বেড রুমের ভাড়া ৭৫০ টাকা এবং ট্রিপল বেড রুমের ভাড়া পড়বে ১১২৫ টাকা। সুতরাং অত্যাধিক খরচের চিন্তা থেকে অনেকটাই মুক্ত হওয়া যাবে।

    জেনে নিন কিভাবে দিঘার সরকারি হোটেলগুলি বুকিং করবেন …..

    Hotel in digha

    রাজ্য সরকারের আওতায় এই সরকারি হোটেল গুলো অনলাইনেও বুকিং করা সম্ভব। বুকিং করার জন্য প্রথমেই আপনাকে https://youthhostelbooking.wb.gov.in/pages/Home.aspx ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর রেজিস্টার করে লগইন করতে হবে। এরপর আপনি নির্বাচন করবেন CHECK AVAILABILITY বিকল্পটি। এখানে কি আপনি সম্পূর্ণই হোটেলের তথ্যগুলি জানতে পারবেন অর্থাৎ কোন কোন রুম ফাঁকা আছে, রুমগুলির ভাড়া কত,  সেগুলি বিস্তারিত দেখতে পারবেন। TARIFF CHART অপশনে এগুলি জানা যাবে। এইভাবেই অতি সস্তায় আপনি পরিবারসহ সুন্দর ছুটি কাটাতে দীঘা ভ্রমণ করতে পারেন।