Skip to content

ভারতের এই রহস্যময় সমুদ্র সৈকত যেখানে এক নিমেষে সমুদ্রের জল শুকিয়ে রূপ নেয় মরুভূমির মতো!

  img 20221216 132857

  এই পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা মানুষের কাছে সারা জীবন অজানাই থেকে যায়। এমন অনেক জায়গা রয়েছে এবং সেখানের এমন সব অলৌকিক রহস্য রয়েছে, যার উত্তর অনেক চেষ্টা করেও মানুষ। এমনই একটি স্থান হল ওড়িশার (odisha) চাঁদিপুর সৈকত (Chandipur beach)।

  Sea beach

  এই সমুদ্র সৈকতটি সম্পূর্ণ রহস্যে ভরপুর।  সবচেয়ে বড় বিশেষ রহস্য হলো মুহূর্তে মুহূর্তে এই সমুদ্রের জল চোখের সামনে মিলিয়ে যায় আবার বেশ কিছুক্ষণ পরে দেখা দিতে শুরু করে। তবে এই প্রতিবেদনে জেনে নি ঘটনার আসল কারণ।

  Beach

  এছাড়াও আরও অন্যান্য প্রাকৃতিক কারণের জন্য এই সমুদ্রপুরী খুবই বিখ্যাত। এই সমুদ্র সৈকতের আরও একটি নাম হল হাইক অ্যান্ড সিক বিচ (Hide And Seek Beach)। এই সমুদ্র সৈকতটি অবস্থিত ভুবনেশ্বর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বালাসোর গ্রামের নিকটে। এখানে এমন অনেক আকর্ষণীয় বিষয় রয়েছে যা সত্যিই খুবই আশ্চর্যজনক।

  Sea beach

  সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নিম্ন উচ্চ প্রবাহের কারণে এই সমুদ্রে একদিন জল থাকে কিন্তু অপর দিন জল থাকে না। এই সমুদ্রের পাশে কিছুক্ষণ থাকলে আপনি বুঝতে মাঝে মাঝে উধাও হয়ে যাচ্ছে সমুদ্রের জল। এই বিষয়টি সেখানে উপস্থিত মানুষদের কাছে খুবই সাধারণ ব্যাপার হলেও, পর্যটকদের কাছে বেশ আশ্চর্যের।

  See also  জমি ছাড়াই বাড়িতেই শুরু করুন এই চাষ, মাস শেষে লাখ টাকা পর্যন্ত করুন মুনাফা!