Skip to content

ভারতের এমন ৫টি স্থান যার সৌন্দর্য অতুলনীয়, কিন্তু সেখানে মানুষের ঘুরতে যাওয়া নিষেধ!

img 20221104 085122

ভ্রমণপ্রেমীরা খুব ভালোভাবেই জানেন ভারতে এমন অনেক জায়গা আছে যা অত্যন্ত সুন্দর সুন্দর পর্যটন স্থান। এছাড়াও এমন কয়েকটি জায়গা আছে যা ভ্রমণকারীদের খুব বেশি করে কাছে টানে। তবে আপনি কি জানেন ভারতের এমন ৫ টি পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে সরকারের পক্ষ থেকে স্থানগুলিতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে  (Five Beautiful Places In India, Which Are Off-Limits To Tourists)। চলুন প্রতিবেদনটিতে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) লাদাকের স্টোক কাংরি (Stok Kangri)

Stok Kangri

লাদাকের জনপ্রিয় এই স্থানটি ভারতের অন্যতম সৌন্দর্যময় পর্যটন কেন্দ্র। এটিকে ভারতের সর্বোচ্চ ট্রেনিং পিক (Traning Pic) বলে। তবে অল লাদাখ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন থেকে জানা গেছে, আগামী ২০২৩ সাল পর্যন্ত এই স্টোক কাংরি পরিদর্শনের অনুমতি নেই।

২) লাদাকের আকসাই চিন (Aksai Chin)

Aksai Chin

যারা জীবনে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন, তাদের জন্য এই স্থানটি স্বর্গীয়। তবে এই স্থানে এখন কিছুদিনের জন্য পর্যটন নিষিদ্ধ। এটি লাডাকে অবস্থিত একটি লেক। তবে বর্তমানে তা LAC এর অধীনে।

৩) সিকিমের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা (Mount Kanchenjunga)

সিকিমে অবস্থিত এই তৃতীয় বৃহত্তম সর্বোচ্চ শৃঙ্গ পর্বতারোহীদের কাছে স্বপ্নের স্থান। তবে ২০০১ সাল থেকে বেশ কিছু ধর্মীয় কারণে এই স্থানে যাওয়া নিষিদ্ধ।

৪) সিকিমের চোলামু লেক (Cholamu Lake)

Cholamu Lake

সিকিমে অবস্থিত এই হ্রদ ভারতের অন্যতম আর্কষণীয় পর্যটন স্থান। তবে এই স্থানটিতে যাওয়া নিষিদ্ধ। সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের কোনও মানুষই শুধুমাত্র এই স্থানে যেতে পারেন।

৫) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (Andaman And Nicobar Islands)

Andaman And Nicobar Islands

ভারতের সবচেয়ে সুন্দর এই পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়া বর্তমানে সরকার কর্তৃক নিষিদ্ধ। সক্রিয় আগ্নেয়গিরিতে মাঝে মাঝেই অগ্নুৎপাত হয়, তাই সকলের প্রাণের নিরাপত্তার দরুণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।