Skip to content

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ, বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন এই বড় বড় তারকারা!

img 20230108 165515

ফের বিয়ের সানাই বাজতে চলেছে বলিউডে। বিয়ের পাত্র ও পাত্রী হলেন বর্তমানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) এবং কিয়ারা আদভানি (Kiara Advani)। বেশ কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রথমে খবরের শিরোনামে এসেছিল যে, সিদ্ধার্থ ও কিয়ারা নাকি ২০২২ -এর শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা, তবে সম্প্রতি পাওয়া খবরানুযায়ী, আগামী বছরের এপ্রিল মাসেই এই জুটি বিয়ে করছেন।

Kiara Advani Sidharth Malhotra

পাঞ্জাবি ঘরের ছেলে সিদ্ধার্থ মলহোত্র। তাই সেই আভিজাত্যের কথা মাথায় রেখেই চন্ডীগড়ে বিয়ে হবে তাদের। সম্প্রতি চন্ডিগড়ের “দ্যা ওবেরয় সুখবিলাস স্পা এন্ড রিসোর্টসে বুকিং”- এর জন্য তোরজোর চালাচ্ছেন এই হবু দম্পতি ও তাদের পরিবার। বিয়ের নিমন্ত্রণের তালিকায় যেসব তারকারা রয়েছেন, তাদের নাম জেনে নিন।

Kiara , Sidharth

এই বিবাহনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড পাড়ার একাধিক। তাদের মধ্যে অন্যতম হলেন করন জোহর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রকুল প্রীত সিং, বরুণ ধাওয়ান সহ আরো অনেকেই। এককথায় সিড এবং কিয়ারার বিয়ের আমন্ত্রণে তাদের প্রিয় প্রযোজক থেকে শুরু করে প্রত্যেকেই থাকছেন।

Kiara Advani Sidharth Malhotra

জনপ্রিয় শো “কফি উইথ করন”(Coffee With Karan) নামক অনুষ্ঠানে এই প্রেমিক-প্রেমিকা নিজেদের ভালোবাসার শিলমোহর দিয়েছিলেন। সেই সময় আরও অনেক কিছুতেই দুজনের ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন তারা এবং একটি পোস্টে জানিয়েছিলেন, “আর এই সিক্রেট ধরে রাখতে পারছেন না তারা।” অপরদিকে সিদ্ধার্থ মলহোত্র একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “দেখা যাক, আমাকে নিজের ক্যালেন্ডারে চোখ বোলাতে হবে। মনে হয় না বিয়ের ব্যাপারটা গোপন রাখা যাবে।” আসলেই তিনি সঠিক বলেছিলেন। কারণ বিয়ের মতো এত বড়ো সিদ্ধান্তের ব্যাপারটি তারা গোপনে রাখতে পারবেন না।

Kiara Advani Sidharth Malhotra

প্রসঙ্গত তাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল, ২০১৮ সালে। তারপর তারা একসাথে শেরশাহ সিনেমাতে অনবদ্য অভিনয় করেন। তাদের কেমিস্ট্রি সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল।