বলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী হলেন পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যা আলিয়া ভাট (Alia Bhatt)। অবশ্য বর্তমানে অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে। আলিয়া ভাট এখন কাপুর বংশের পুত্রবধূ এবং রণবীর কারপুর কন্যা সন্তানের মা।
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে তিনি (Famous Bollywood Acctress Alia Bhatt) অন্যতম। আসুন আজ এই অভিনেত্রীর সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য জেনে নিন। রইল আলিয়া সম্পর্কে ৭ টি অজানা তথ্য (7 Shocking Rumours About Alia Bhatt)।
ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ (Take British citizenship):
অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে ১৯৯৩ সালের ১৫ই মার্চ। তাই ভারতীয় হওয়ার সত্ত্বেও তার কাছে ব্রিটিশ নাগরিকত্ব রয়ে গেছে। তিনি ভারতেই বড় হয়েছেন এবং এখানেই পড়াশোনা শেষ করুন বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। বর্তমানে বিয়ে করে সংসারও করছেন ভারতেই। তবু আইনতভাবে তিনি ভারতীয় নাগরিক নন।
আলিয়ার প্রথম অভিনয় যাত্রা (Alia’s first acting journey) :
সকলেই মনে করেন আলিয়া ভাট (Alia Bhatt) কারণ জোহার (Karan Johar) পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের’ (Student Of The Year) 0মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন। তবে এটা সত্যি নয় কারণ অভিনেত্রীর কেরিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। ১৯৯৩ সালে সংঘর্ষ ছবিতে শিশু শিল্পী হিসেবে মাত্র ৬ বছর বয়সে অভিনয় করেছিলেন আলিয়া।
অভিনেত্রী আলিয়ার ডাক নাম (Nickname of actress Alia)
ভক্তরা হয়তো জানেন না যে আলিয়া ভাটের একটি মিষ্টি ডাক নাম আছে। তার প্রকৃত নামের সাথে মিল খুঁজে পেয়ে অনেকেই তাকে আলু (Alu) বলে ডাকেন। এছাড়াও মহেশ ভাট তার নিজের মেয়েকে ‘আলু কালু’, ‘আলু ভালু’ ইত্যাদি নামে ডাকেন।
আলিয়া মদ্যপানের অভ্যেস (Alia’s drinking habit):
বলিউড তারকাদের বিরুদ্ধে মাদক গ্রহণ করার অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে। অভিনেত্রী আলিয়া ভাটকেও এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। যদিও তিনি তার এই বদভ্যাসের কথা নিজের মুখে স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ভাইরাল হওয়ার সময় দেখা গেছে পার্টি থেকে বাড়ি ফেরার সময় তিনি ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না। নেশাগ্রস্ত অবস্থায় অভিনেত্রীকে হাঁটাচলা করার জন্য তার বান্ধবী সাহায্য করছিলেন।
মহেশ ভাট এবং পূজা ভাটের অবৈধ সন্তান আলিয়া (Alia is the illegitimate child of Mahesh Bhatt and Pooja Bhatt) :
মহেশ ভাট (Mahesh Bhatt) এবং সোনি রাজদানের (Soni Rajdan) কন্যা অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। তবে কেউ কেউ মনে করেন তিনি মহেশ ভাট এবং পূজা ভাটের অবৈধ সন্তান। এই কারণে বেশ কয়েকবার বড় বড় ম্যাগাজিনে পূজা (Pooja Bhatt) মহেশ-এর (Mahesh Bhatt) চুম্বন দৃশ্যের ছবি দেখা গিয়েছিল। সাক্ষাৎকারে মহেশ ভাট অনেকবার বলেছেন, ‘পূজা তার মেয়ে না হলে তিনি পূজাকেই বিয়ে করতেন।’
আলিয়া ভাট একজন দুর্দান্ত কত্থক নৃত্যশিল্পী (Alia Bhatt is a great Kathak dancer)
অসাধারণ অভিনয়ের পাশাপাশি একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও আলিয়া (Alia Bhatt)। তিনি ‘কালঙ্ক’ ছবির জন্য পন্ডিত বীর্যু মহারাজের কাছে কত্থকের তালিম নিয়েছিলেন। এছাড়াও তিনি আরো বিভিন্ন ফর্মের নাচ জানেন।