Skip to content

 প্রাইভেট জেট নাকি ফাইভ স্টার হোটেল! দেখুন নিতা আম্বানির প্রাইভেট জেটের ভেতরের কিছু চোখ ধাঁধানো ছবি

img 20230223 000244

ভারতীয় এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) স্থান দ্বিতীয়। এমনকি মুকেশ আম্বানির নাম সারা বিশ্বের ধনী ব্যাক্তিদের তালিকায় ৭ নম্বরে। এক কথায় বলা যেতে পারে মুকেশ আম্বানি এই বিশ্বের ধনী শিল্পপতিদের মধ্যে অন্যতম।

Nita Ambani

এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন মুকেশ আম্বানি তার পরিবারসহ বিলাসবহুল জীবনযাপন উপভোগ করার জন্য এছাড়াও ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েও প্রায়ই খবরের শিরোনামে থাকেন।  এক কথায় বলা যায় পৃথিবীতে এমন কোন লাক্সারি বস্তু নেই এটা তারা ব্যবহার করেন না। সবচেয়ে দামি গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল মূল্যবান বাড়ি সব সম্পত্তিই তাদের।

Private jet

তবে শিল্পপতি মুকেশ আম্বানির অন্যান্য বাড়ির সদস্যের চেয়ে তার স্ত্রী নীতা আম্বানি খবরের শিরোনামে বেঁচে থাকেন। নীতা আম্বানি তার সামাজিক কাজকর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ের বাইরেও নিজস্ব লাক্সারি লাইফের জন্য সবচেয়ে বেশি খবরের শিরোনামে থাকেন। তিনি অসংখ্য দামি দামি ঘড়ি পড়েন, লক্ষ্য টাকার চা পান করেন, দামি দামি জুতো কসমেটিক শাড়ি সবকিছুই ব্যবহার করেন। এছাড়াও তিনি যে চার্টার্ড জেট প্লেনটি ব্যবহার করেন সেটাই আজ আলোচনার মুখ্য বিষয়। বলা বাহুল্য নিতা আম্বানির জনপ্রিয় বলিউড ততো হলিউড অভিনেত্রীদের থেকেও বহুগুণ বেশি। আজ আমরা এই প্রতিবেদনে নীতা আম্বানির লাক্সারি পার্সোনাল চাটার্ড জেট প্লেনের (Chartered Jet plane) বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।  দেখে নেওয়া যাক লাক্সারি জেট প্লেনের সমস্ত ছবিগুচ্ছ।

Inside jet

এই চ্যাটার্ড জেট প্লেনটি নীতা আম্বানিকে ২০০৭ সালে তার ৪৪ তম জন্মদিনের মুকেশ আম্বানি উপহার দিয়েছিলেন। মিডিয়ার খবর অনুযায়ী, এই প্লেনটির দাম হবে আনুমানিক ২৪২ কোটি টাকার বেশি। নীতা আম্বানি এই বিলাসবহুল চার্টার্ড জেট প্লেনে সমস্ত ধরনের সুযোগ সুবিধার বন্দোবস্ত রয়েছে। এই প্লেনটির ভেতরে সৌন্দর্য দেখলেই আপনার মনে হবে যেন আপনি পাঁচ তারকা কোন হোটেলের দৃশ্য দেখছেন। প্রধানত বলা যায় এ যেন এক উড়ন্ত প্রাসাদ।

Luxurious Jet

এই প্লেনের ভিতরেই পার্টি করার জায়গা, লাইভ বার, জ্যাকুজি থেকে শুরু করে শাওয়ার, মকটেল সবেরই বন্দোবস্ত রয়েছে। আশা করা যাচ্ছে  এই প্লেনটি সম্পর্কে  লিখিত মাধ্যমে আপনাদের যে বর্ণনা করা হচ্ছে তাতে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এই প্লেনটি কতটা বিলাসবহুল ও মূল্যবান। নীতা আম্বানি বরাবরী খুব শখ পূরণ করে তা উদযাপন করার মতো ব্যক্তি। প্লেনের ভেতরেই আরামে সকলের সাথে তিনি যেকোনো শুভ দিনে পার্টি করেন। এছাড়াও ব্যবসা সংক্রান্ত কোনো মিটিং এই প্লেনের ভিতরেও হয়। এখানে আম্বানির সমস্ত অতিথিরা লাঞ্চ, ডিনার সবই করতে পারেন।

Nita Ambani

এছাড়াও এই প্লেনের ভেতরে শুধু একটি নয় বরং অনেকগুলো সুন্দরভাবে সাজানো ডাইনিং এরিয়া রয়েছে। বিশেষত এই প্লেনটি সম্পূর্ণ বুলেট প্রুফ। এছাড়া নিতা আম্বানির প্লেনে উপস্থিত রয়েছে মিউজিক সিস্টেম, গেম কনসোল, স্যাটেলাইট টিভি এবং সবচেয়ে আধুনিক ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা, যেগুলোর ছবি আপনাকে মুগ্ধ করে তুলবে।