Skip to content

RBI: 40 লক্ষ টাকা জেতার সুযোগ দিচ্ছে রিজার্ভ ব্যাংক, আজই করুন এই কাজ

    RBI,RESERVE BANK OF INDIA,Global hackathon

    সম্প্রতি ভারত তথা বিশ্বব্যাপী প্রতিভাদের জন্য দারুন সুখবর নিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। RBI এর তরফ থেকে প্রথমবার বিশ্বব্যাপী হ্যাকাথন আয়োজিত হতে চলেছে। এই হ্যাকাথনের বিজয়ীকে দেওয়া হবে 40 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও দ্বিতীয় স্থানাধিকারী কে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ডিজিটাল পেমেন্টের (Digital Payment) বিষয়ে বিশ্বব্যাপী প্রতিভাদের কাছে পরামর্শ নিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক।

    Reserve Bank of India

    বর্তমানে ভারতের সমস্ত ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্টের চাহিদা বেড়ে গিয়েছে। কিন্তু তথাকথিত পিছিয়ে পড়া গ্রাম গঞ্জের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট পৌঁছে দেওয়া খুব কঠিন। জটিল প্রক্রিয়ার কারণেও অনেক ক্ষেত্রে ঠিকঠাকভাবে ডিজিটাল পেমেন্ট এর মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হয় না। অথচ একমাত্র ডিজিটাল পেমেন্টের মাধ্যমেই সঠিকভাবে সঠিক মানুষকে সহজেই টাকা পৌঁছে দেওয়া যায়।

    Global hackathon

    এই কারনেই RBI বিশ্বব্যাপী হ্যাকাথনের আয়োজন করতে চলেছে। RBI জানিয়েছে যে, ডিজিটাল পেমেন্টকে কিভাবে আরো সহজে ব্যবহার করা যায়, এই সুবিধা থেকে বঞ্চিত পিছিয়ে পড়া মানুষদের কাছে কিভাবে তা আরো বেশি করে পৌঁছানো যায় সে বিষয়ে অংশগ্রহণকারীদের নতুন নতুন উপায় বলে দিতে হবে। এর জন্য প্রথম পুরস্কার 40 লক্ষ টাকার অর্থমূল্য রাখা হয়েছে। দ্বিতীয় স্থানাধিকারীকেও RBI এর তরফ থেকে 20 লক্ষ টাকার অর্থমূল্য দেওয়া হবে।

    15 নভেম্বর থেকেই ‘HARBINGER 2021’ নামের এই হ্যাকাথনের জন্য নিবন্ধন শুরু হবে। মঙ্গলবার RBI- এর তরফে আরও জানানো হয়েছে, এই হ্যাকাথনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী নিজেদের সমাধানগুলি প্রদর্শন করার সুযোগ পাবে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের দ্বারা যে সমাধানটি সবচেয়ে পছন্দসই বলে মনে হবে তাকেই পুরস্কার দেওয়া হবে।