Skip to content

মধ্যবিত্তদের হেঁসেলে আবারো আগুন, ফের বাড়লো রান্নার গ্যাসের দাম! আজ থেকে প্রতি সিলিন্ডার পিছু দাম বেড়ে দাঁড়ালো

মধ্যবিত্ত পরিবারের ফের মাথায় হাত। লাগাতার এই মাসে তিনবার রান্নার গ্যাসের দাম মোট 100 টাকা বেড়ে গেল। আগের দফায় মোট 50 টাকা দাম বৃদ্ধির পর ফের বুধবার মধ্যরাতে 25 টাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল।

রাষ্ট্রয়ত্ত তেল-গ্যাস সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে 14.2 kg ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় 25 টাকা বেড়ে বর্তমানে 820.50 টাকা হয়ে দাঁড়ালো।

 

রান্নার গ্যাসের

অন্যদিকে 19 kg এর কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম 5 টাকা কমে 1584 টাকা হল। আগের বারে যখন গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো তখন কিন্তু ভর্তুকির পরিমাণ বাড়ানো হয়নি।সাধারণ জনতার প্রশ্ন এবারে গ্যাস সিলিন্ডার দাম বাড়ার পরে কি ভর্তুকির পরিমাণ বাড়ানো হবে?

একদিকে দেশে পেট্রোল-ডিজেলের দাম 100 টাকা পর্যন্ত পেরিয়ে গেছে। আর অন্যদিকে মাসে তিন-চারবার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে।

গ্যাস-তেল সংস্থাগুলি দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক গ্যাস-তেল সংস্থার মূল্যবৃদ্ধি কে কারণস্বরূপ দেখিয়েছে। তবে প্রশ্ন কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কিভাবে কমছে।

 

রান্নার গ্যাসের

গত বছর ডিসেম্বর মাসে গ্যাসের দাম দুবারে মোট 100 টাকা বেড়েছিল। গ্যাস সংস্থার তরফ থেকে জানানো হয় ফেব্রুয়ারি মাসের দাম স্থির রাখা হবে কিন্তু ফেব্রুয়ারি মাসে তিনবার গ্যাসের দাম পরিবর্তন হয়ে বেড়ে গেল।

গ্যাসের (cylinde)  দাম বাড়লেও কোনরূপ ভর্তুকি পাওয়া যাচ্ছে না এবং যদিও পাওয়া যাচ্ছে তা পরিমাণ অতি নগণ্য। এইজন্য সাধারণ মানুষের চিন্তা অনেকাংশে বেড়ে যাচ্ছে। তবে কি কেন্দ্র সরকার ধীরে ধীরে ভর্তুকি ওঠানোর দিকে অগ্রসর হচ্ছে?

 

রান্নার গ্যাসের

অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় গরিব পরিবারগুলো গ্যাসের কানেকশন পেয়েছিল। কিন্তু রান্নার গ্যাসের কানেকশন পেয়ে লাভ হলো কই? গ্যাসের দাম 800 পেরিয়ে গেছে। সাধারণ গরিব পরিবারগুলো কিভাবে এই অগ্নিমূল্য গ্যাস ক্রয় করবে সরকারের কাছে এই প্রশ্ন রইল।