Skip to content

মার্কেট কাঁপাতে সম্পূর্ণ নতুন ভার্সনে কামব্যাক করছে Tata Nano, ফিচারস, লুক এবং দাম দেখে চমকে উঠবেন!

img 20230302 234146

সদ্যই ভারতীয় গাড়ির বাজারে টাটা ন্যানো (Tata Nano) আবারও প্রবেশ করতে চলেছে। গাড়িটির অভিনব লুক ও দুর্দান্ত ফিচার দেখে চমকে যাবেন সকলে। এবার গাড়িটির রেঞ্জ থেকে শুরু করে যাবতীয় টেকনিক্যাল বিষয়, সবেতেই থাকবে নতুনত্বের ছোঁয়া। টাটা ন্যানো’র বৈদ্যুতিক সংস্করণ সকলকে অবাক করে তুলবে।

Tata nano new version

ভারতীয় বাজার (India Market) কাঁপিয়ে তুলেছে টাটা ন্যানো’র (Tata Nano) নতুন সংস্করণ। রতন টাটা’র (Ratan Tata) কল্পনায়  প্রস্তুত হয়ে ওঠা ন্যানো আবার নতুন ভাবে কামব্যাক করতে চলেছে আর তারপর থেকেই নব সবাই আগ্রহী হয়ে উঠেছে এই গাড়িটি নিয়ে। অল্প দামে দুর্দান্ত হিট হতে চলেছে।

সস্তায় ডিজেল চালিত গাড়ি ভারতীয় বাজারে থাকলেও ব্যাটারি চালিত গাড়ি সস্তায় পাওয়া অসম্ভব ছিল। তাই লো বাজেট সেগমেন্টে মানুষ জ্বালানি চালিত গাড়ি কিনতে বাধ্য হত। তবে গাড়ির বাজারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে নয়া অবতারে আগত টাটা ন্যানো (Tata Nano)। এবার Tata Nano Ev তে দারুণ স্পোর্টি লুক দেওয়া হয়েছে।

Tata Nano new version

 

Tata Nano -এর এই নতুন সংস্করণে বিরাট পরিবর্তন এসেছে। সাসপেনশন সেটআপ এবং টায়ারগুলিতে সবচেয়ে বেশি পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। শুধু তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের বৃদ্ধি ঘটিয়ে সেখানে বড় আকারের অয়েল হুইল করা হয়েছে।

Tata

এবার ন্যানো গাড়ি (Tata Nano) কে আপনি বিভিন্ন রূপে দেখতে পাবেন। গাড়িটির নতুন সংস্করণে ফিচার হিসাবে রয়েছে ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের ব্যাবস্থা। এছাড়াও রয়েছে মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগের একটি ৭-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।

Tata Nano

একদম সস্তায় আপনি যদি একটি ভালো ফিচার সমৃদ্ধ শক্তিশালী গাড়ি কিনতে চান। তবে Tata Nano-এর এই নতুন সংস্করণটি আপনার জন্য সেরা। এই গাড়িটির প্রধানত ৮ সিটার। Tata Nano ev-তে 72V ব্যবহার করা পাওয়ারট্রেন ব্যাটারিটি সুপার পলিমার লিথিয়াম আয়ন দ্বারা তৈরি। একবার চার্জ দিলেই গাড়িটি প্রায় ১৬০ কিলোমিটার দৌড়াবে।