Skip to content

গ্রামের সৌন্দর্য অতুলনীয়, কিন্তু গ্রামটির নাম এমন অদ্ভুত যে লজ্জায় কেও উচ্চারণ করতে পারে না!

  img 20221030 074803

  আজ আপনাদের এই প্রতিবেদনে এমন একটি গ্রামের কথা বলব, যে গ্রামটির পরিবেশ খুব সুন্দর হলেও, বেশ শান্তিপূর্ণ হলেও এই গ্রামের নামের কারণে লজ্জায় পড়তে হয় বাসিন্দাদের। প্রায় প্রত্যেক মানুষেরই পরিচয় তার নিজস্ব গ্রামের নাম। আজ যারা জাকজমকপূর্ণ শহরে বসবাস করেন একসময় তারা এই গ্রামেই জীবন কাটিয়েছিলেন। তাদের গ্রামের সাথে রয়েছে অনেক অন্তরঙ্গতার সম্পর্ক। সাধারণত আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের গ্রামের নাম গর্ব সহকারে বলে থাকি, কিন্তু এই গ্রামের নাম বলতে গেলে বা লিখতে গেলে লোককে লজ্জিত হতে হয়।

  Fucke village

  সোশ্যাল মিডিয়ায় যদি এই গ্রামের নাম লেখা হয়, তবে তাকে গালি দিয়ে ব্লক করে দেওয়া হয়। এই গ্রামের আশ্চর্যের মতো নাম হল – ‘ফাকে ভিলেজ’ (Fucke Village)। এই গ্রামটি সুইডেনে অবস্থিত। বাসিন্দারা গ্রামটিকে অত্যন্ত পছন্দ করলেও গ্রামের নামের কারণে তাদের খুবই অস্বস্তিতে পড়তে হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই নামটি শুনলে খারাপ ভাবে।

  এই গ্রামে বসবাসকারী বাসিন্দারা তাদের গ্রামের নাম পরিবর্তনের জন্য সংস্কৃতি দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন। সুইডেনের সাংস্কৃতিক পরিবেশ আইনের অধীনে পরিবর্তন করা সম্ভব এই গ্রামের নাম। সংস্কৃতি দপ্তর সমস্ত তথ্য মাথায় রেখেই এই গ্রামের নাম  পরিবর্তন করবে। গ্রামবাসীরা জানিয়েছেন তারা বহু বছর ধরে এই গ্রামের নাম পরিবর্তন করার চেষ্টা করেছেন।

  Village beauty

  এই গ্রামের মানুষদের অভিযোগ হল, ‘আমরা চাইলেও কোথাও এই জায়গার নাম লিখতে পারি না। এই গ্রামের নামের সাথে ইতিহাসের একটা সম্পর্ক জড়িয়ে থাকলেও মাঝে মাঝে এই নামের কারণে বাজে সমস্যার সৃষ্টি হয়। প্রতিনিয়ত গ্রাম পরিবর্তনের দাবি জানান গ্রামবাসীরা।’

  See also  আপনি কি জানেন কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী? ভারতের স্থান কত নম্বরে জেনে নিন!