Skip to content

বেরিয়ে এলো IPL -এ ধরে রাখা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা, এই খেলোয়াড়দের হলোনা জায়গা

    ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিলো ফ্র্যাঞ্চাইজি গুলি। আইপিএল (IPL) এর ১৫ তম আসরে অনুষ্ঠিত হতে চলেছে মেগা নিলাম যেখানে প্রায় প্রত্যেক দলই নতুন করে সাজাতে চাইবে। তবে নিলামের আগে প্রত্যেক টিম থেকে সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেট ধরে রাখার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএলের নিয়ম অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হতো প্রত্যেকটি টিমকে তাদের ধরে রাখা খেলোয়ারদের তালিকা। যেখানে পরিষ্কার হয়ে যাবে কোন কোন খেলোয়ারকে টিমগুলি ধরে রাখছে আর কাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে।

    Ipl

    সোমবার একটি প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে কোন দল কোন কোন খেলোয়ার কে ধরে রাখতে চলেছেন। এ বছরে রিটেনশন লিস্টে চমক পাঞ্জাব সুপার কিংস এর। সূত্রের খবর অনুসারে ফ্র্যাঞ্চাইজিটি কাউকেই ধরে রাখতে চায় না নতুন মরশুমের জন্য। ২০২২ সালের নিলামের জন্য প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ৯০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে।

    IPL 2022

    যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলিখে প্রথম রিটেনসনকে ১৬ কোটি টাকা, দ্বিতীয় জনকে ১২ কোটি টাকা, তৃতীয় জনকে ৮ কোটি টাকা ও চতুর্থ জনকে ৬ কোটি টাকা দিতে হবে। ৮টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটার্ন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়ে গেলে ১ ডিসেম্বর বাকি দুই নতুন দল নিজেদের ৩ জন রিটেনশন লিস্ট প্রকাশ করবে। আপনাদের জানিয়ে রাখি এইবছর আইপিএলে (IPL) ৮টি টিম নয় ১০ টিমের খেলা হবে। এই ২ টি নতুন টিম হল লখনও ও আমেদাবাদ।

    আসুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের আইপিলের (IPL) রিটেনসন লিস্ট :-

    ১) চেন্নাই সুপার কিংস :- রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, রুতুরাজ গাইক্বাদ ,মঈন আলি।

    ২) কলকাতা নাইট রাইডার্স :- সুনীল নারিন ,আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ,ভেঙ্কটেশ আইয়ার।

    ৩) মুম্বাই ইন্ডিয়ান্স :- রোহিত শর্মা , জাসপ্রিত বুমরা, সূর্য কুমার যাদব, কায়রন পোলার্ড।

    ৪) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর :- বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ,মোহাম্মদ সিরাজ।

    ৫) সানরাইজ হায়দ্রাবাদ :- কেন উইলিয়ামসন, ইমরান মালিক, আব্দুল সামাদ।

    ৬) দিল্লি ক্যাপিটালস:- ঋষভ পান্ত, পৃথ্বীশ, অক্ষর প্যাটেল, আনরিচ নটযে।

    ৭) পাঞ্জাব কিংস :- মায়ানক আগারওয়াল, আরশ দীপ সিং।

    ৮) রাজস্থান রয়েলস :- সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল , জস বাটলার।