বলিউড (Bollywood Actor-Acctress) অভিনেতা-অভিনেত্রীদের জনপ্রিয়তা যত বৃদ্ধি পায়, তাদের উপার্জনও তত বেশি হতে থাকে। নিজেদের অতিরিক্ত জনপ্রিয়তার কারণেই একাধিক ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান অভিনেতা-অভিনেত্রীরা। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হলো আমরা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদেরই সবচেয়ে বেশি বিজ্ঞাপনে দেখতে পাই (Popular actors and actresses are seen in most advertisements on the television screen)। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে সামান্য মুখ দেখিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন বলিউডের এই ৬ জন তারকা। দেখে নিন তারা কে কে।
১) সালমান খান (Salman Khan)
এই তালিকায় প্রথমেই যার নাম আছে তিনি হলেন বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan)। তাকে বহু বছর ধরে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। রান্নার তেল আটা-ময়দা থেকে শুরু করে নিত্য দিনের যাবতীয় প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনে দেখা যায় ভাইজানকে। খবর সূত্রে জানা গেছে, একটি বিজ্ঞাপনের জন্য তিনি ৪ থেকে ১০ কোটি টাকা উপার্জন করতেন।
২) অক্ষয় কুমার (Akshay Kumar)
অক্ষয় কুমার বলিউডের এমন একজন অভিনেতা, যিনি নিজের সুস্বাস্থ্যের সাথে সাথে বলিউডে প্রতিবছর অন্যান্য অভিনেতাদের তুলনায় সবচেয়ে বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। এক একটি ছবির জন্য তিনি ১০০ কোটি টাকারও বেশি উপার্জন করেন। বাথরুম পরিষ্কার করার লিকুইড থেকে শুরু করে যেকোনো তামাকের বিজ্ঞাপনের নির্দ্বিধায় নিজের মুখ দেখ মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে ৫ থেকে ১০ কোটি টাকার উর্ধ্বে উপার্জন করেন তিনি।
৩) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)
আমাদের বলিউডের সকলের শাহেনশাহ এই তালিকার কোন অংশে কম যান না। যে কোন প্রসাধনীর দ্রব্যের বিজ্ঞাপনে আমরা এই বিগবিকে দেখতে পাই। যদিও এক সময় পান মশলার বিজ্ঞাপনের কারণে ট্রোলের শিকার হয়ে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে অন্যান্য বিজ্ঞাপনের জন্য তিনি ৩ থেকে ৮ কোটি টাকার উর্দ্ধে পারিশ্রমিক নিয়ে থাকেন।
৪) আমির খান (Amir Khan)
বর্তমানে আমির খানের নিজস্ব ব্যান্ডের ভ্যালু অনেকটা কমে গেলেও ব্র্যান্ড এনডোর্সমেন্ট বাবদ তিনি ৭ কোটি টাকার উর্দ্ধে উপার্জন করেন বলে জানা যায়। এই বলিউড অভিনেতার বিরুদ্ধে চলচ্চিত্রে হিন্দু ধর্মের অপমান অভিযোগ রয়েছে।
৫) করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)
বলিউডের এই অন্যতম শীর্ষ অভিনেত্রী জনপ্রিয় সাবানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই মুহূর্তে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। বহু সময় হয়ে গেল তার অভিনীত কোন বড় চলচ্চিত্র প্রেক্ষাগৃহে আসেনি। তবে তিনি এক একটি বিজ্ঞাপনের জন্য ৪ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন। বলিউডের সবচেয়ে দামী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে করিনা কাপুরের নাম সর্বপ্রথম।
৬) শাহরুখ খান (Shah Rukh Khan)
বলিউডের বাদশা শাহরুখ খান কয়েক সেকেন্ডের পান মশলার বিজ্ঞাপন থেকে শুরু করে জনপ্রিয় শিক্ষাগত প্লাটফর্ম গুলিতে নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছেন। বলিউডের অন্যতম চাহিদা সম্পন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। এক একটি বিজ্ঞাপনের জন্য তিনি কমপক্ষে ১০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।