Skip to content

বিদেশে থাকতে ইচ্ছুক? এই দেশগুলি দিচ্ছে সুবর্ণ সুযোগ, আরামে কাটান বাকি জীবন! জেনে নিন কি করতে হবে

img 20230420 174311

চাকরি থাকা খাওয়া সম্পূর্ণটাই বিনামূল্যে, এমন সুবর্ণ সুযোগ যদি মিলতে পারে তাহলে যে কোন মানুষই এক পা তুলে রাজি, তাও যদি বিষয়টা আবার বিদেশ হয় তাহলে তার কথাই নেই। আজ আমরা আলোচনা করব এমনই কয়েকটা দেশের যেখানে মানুষকে চাকরি এবং থাকা খাওয়ার জন্য সরকার পক্ষ থেকে রীতিমতো টাকা দেয়া হয় কারণ মাত্র একটিই সেই সমস্ত জায়গায় জনবসতি গড়ে তুলতে চাইছে সরকার। সেই সমস্ত জায়গায় এখনো ঘনবসতি গড়ে উঠতে পারেনি তাই এহেন অভিনব উদ্যোগ নিয়েছে সেখানকার সরকার।

আলাস্কা: শীত প্রেমীদের জন্য অত্যন্ত আদর্শ একটি স্থান এবং সাদা তুষারাবৃত ছবির মত দেখতে জায়গাটি। এখানে প্রত্যেক বছর প্রায় ২০৭২ ডলার করে জনপ্রতি দেওয়া হয়। যা ভারতীয় মুদ্রায় হয় প্রায় ১.৫ লক্ষ টাকা। তার সাথে এখানে পেয়ে যেতে পারেন বিশুদ্ধ বাতাস কিন্তু একটি মাত্র শর্ত কমপক্ষে এক বছরের বাসিন্দা হতে হবে।

আন্টিকিথেরো: এই দ্বীপের বসতি সংখ্যা মাত্র ২০ যে কারণে সেখানে জলবসতি গড়ে তোলার জন্য প্রতি তিন বছরের জন্য মাসিক প্রায় ৪৫ হাজার টাকা করে দেওয়া হয়। চাইলে সারা বিশ্বের মানুষ এখানে জনবসতি গড়ে তুলতে পারেন।

সুইজারল্যান্ড : প্রত্যেকেরই একটি ড্রিম ডেস্টিনেশন বলা যেতে পারে। সেখানকারী একটি ছোট্ট শহর যার নাম অ্যালবিনেন, এই শহরের জনসংখ্যা ২৪০ জন। যেখানে সরকার জনসংখ্যা বাড়ানোর জন্য ৪৫ বছরের কম বয়সী যুবকদের ২০ লক্ষ টাকা এবং প্রতি শিশু মাথাপিছু ৮ লক্ষ টাকা করে দেয়া হয় ১০ বছরের জন্য।

ভারর্মন্ট: এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জায়গা চারিদিক সেখানে পর্বতে ঘেরা, মূলত এই স্থানটি আইসক্রিম উৎপাদনের জন্য বিখ্যাত। তবে পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের টানে, কিন্তু সেখানে জনসংখ্যা তেমন নয় যে কারণে সেখানকার সরকার ২ বছরের জন্য প্রায় ১০ হাজার ডলার দিয়ে থাকেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৪ লক্ষ টাকা।

পোঙ্গা : স্পেনের এই ছোট্ট শহরটির জনসংখ্যা প্রায় ৮৫১ জন, যে কারণে সেখানকার জনসংখ্যা বাড়ানোর জন্য সরকার থাকার ও স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য ৬৮ হাজার টাকা করে দিতেও প্রস্তুত। এমনকি তাদের সঙ্গে থাকতে পারেন তাদের সন্তানেরাও।

 

আজই তাই বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করে ফেলতে পারেন আপনারা। অনেকেই স্বপ্ন দেখেন বিদেশে পাকাপাকিভাবে বসবাস গড়ে তোলেন তাদের জন্য বলা যেতে পারে এটি একপ্রকার সুবর্ণ সুযোগ মিস করলেই ডিসমিস।