৭০ থেকে ৮০ দশকে বলিউডের (Bollywood) অতুলনীয় প্রাকৃতিকভাবে সৌন্দর্য সম্পন্ন অভিনেত্রীদের কাছে এখনের বলিউড অভিনেত্রীরা কিছুই নয়। সেই পুরনো অভিনেত্রীদের রূপের গ্ল্যামারে ঝলমল করে উঠত বলিউড পর্দা। তবে সময়ের সাথে সাথেই আচমকাই তারা হারিয়ে গেছেন সিলভার স্ক্রিন থেকে। নিজেদের ব্যক্তিগত জীবনে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। এত বছর পরে তাদের বর্তমানের চেহারা দেখলে চমকে যাবেন আপনিও। চলুন এমন ৭ জন অভিনেত্রীর নাম জেনে নি, যারা আচমকাই হারিয়ে গেছেন বলিউড থেকে।
১) মীনাক্ষী শেষাদ্রি (Meenakshi Seshadri) :
“দামিনী” (Damini) ছবিতে দুর্দান্ত অভিনয় করা এই অভিনেত্রীর নাম তার সৌন্দর্যতা ও নাচের কারণে ছড়িয়ে পড়েছিল সারাদেশে। খুবই অল্প সময়ের মধ্যে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। যে সময় তিনি ক্যারিয়ারের শীর্ষে ছিলেন সেই সময় তিনি আচমকা অভিনয় জগৎ থেকে সরে যান। তারপর বহু বছর বাদে তার দেখা মেলে। তবে তার বর্তমানের চেহারার সাথে পুরনো চেহারার খুব বেশি মিল পাওয়া যায় না।
২) মন্দাকিনী (Mandakini) :-
বলিউডের এই অন্যতম প্রতিভাবনীয় অভিনেত্রী খুব বেশি চলচ্চিত্রে কাজ করেননি। তবে তার সৌন্দর্যের প্রশংসা ছড়িয়ে পড়েছিল সারাদেশে। মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি এবং তারপরেই গায়েব হয়ে যান বলিউড থেকে। বিবাহ করে সংসারী হয়ে ওঠেন তিনি। তাকে গানের জগতে নতুন করে ক্যারিয়ার শুরু করতে দেখা গিয়েছিল। তার গাওয়া দুটি গানের অ্যালবাম ও রিলিজ হয়েছিল, তবে সেই অ্যালবাম খুব বেশি জনপ্রিয়তা লাভ করতে পারিনি।
৩) মমতা কুলকার্নি (Mamta Kulkarni) :
এই অভিনেত্রীকে মনিউলের ‘সেক্স সিম্বল’ বলে ডাকা হতো। এই অভিনেত্রীর বেশ কিছু ছবি বক্স অফিসে ভালোভাবে ব্যবসা করেছিল। তবে সফল চূড়ান্তে পৌঁছানোর সময় আচমকাই তিনি বলিউড থেকে সরে আসেন। মাদক পাচার কাণ্ডের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। কিছু বছর পূর্বে একটি ভিডিও কনফারেন্সের সংবাদমাধ্যমে তাকে দেখা গিয়েছিল। তবে তার পূর্বের সুন্দর চেহারার সাথে বর্তমানে চেহারার কোন মিল নেই।
৪) রীনা রায় (Reena Roy) :
এই অভিনেত্রী এক সময় বলিউডের ডাকসাইট সুন্দরী ছিলেন। তবে বর্তমানে বলিউডের সঙ্গে তার সম্পূর্ণ বিচ্ছেদ ঘটেছে। পাকিস্তানি ক্রিকেটার মোহসিন খানকে বিয়ে করে কেরিয়ার জগৎ থেকে সরে যান তিনি। তবে তাদের সম্পর্ক খুব বেশি না টিকায় তিনি আবারো ফিরে আসেন অভিনয় জগতে। তবে সে সময় বলিউড তাকে আর বেশি সুযোগ দেয়নি।
৫) টিনা মুনিম (Tina Munim) :
বলিউডের সর্ব সুন্দরী তালিকায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রীও। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ দূরে রয়েছেন। বর্তমানে তিনি অনিল আম্বানির স্ত্রী। বয়সের ছাপে বোঝা যায় তার আগের চেহারার গ্ল্যামার বর্তমানে আর নেই প্রায়। হঠাৎ করে তাকে দেখলে অভিনেত্রী হিসেবে চেনা খুবই মুশকিল হবে।
৬) অনু আগারওয়াল (Anu Agarwal) :
‘আসিকি’ কি ছবি মুক্তি পাওয়ার পর সেই ছবির অভিনেত্রী অনু আগারওয়াল। তবে বিরাট একটি গাড়ির দুর্ঘটনায় বদলে যায় তার জীবন। দীর্ঘ ২৯ দিন কোমায় ছিলেন তিনি। পরবর্তীতে জ্ঞান ফিরলে তিনি সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলেন। ৪৯ বছরের এই অভিনেত্রী বর্তমানে যোগদান নিয়ে ব্যস্ত থাকেন।
৭) ওয়াহিদা রহমান (Waheeda Rehman) :
৭০-এর দশকে এই অভিনেত্রীর রূপচর্চা চলত দেশ-বিদেশে। তিনি বলিউডের সবচেয়ে সেরা সুন্দরী অভিনেত্রী ছিলেন। এখন বয়সের ভারে আগের মতো গ্ল্যামার তার নেই ঠিকই, তবে তার আভিজাত্য আজও সকলের নজর কেরে নেয়।