Skip to content

পয়লা এপ্রিল থেকে বাড়তে চলেছে মোবাইলের খরচ, আসছে নতুন ট্যারিফ প্ল্যান

দেশের টেলিকম সংস্থাগুলির তরফ থেকে 1 এপ্রিল থেকে নতুন ট্যারিফ প্ল্যান কার্যকর হতে চলেছে। এর ফলে গ্রাহককে কল ও ডেটা ব্যবহার এ অতিরিক্ত বাড়তি খরচ বহন করতে হতে পারে।

ICRA এর রিপোর্ট অনুযায়ী 1 এপ্রিল থেকে 2021-22 অর্থবর্ষে আয় বাড়ানোর উদ্দেশ্যে শুল্ক বাড়ানো হতে পারে। তবে সম্বন্ধে চূড়ান্ত তথ্য পেশ করা হয়নি টেলিকম সংস্থাগুলির তরফ থেকে।

 

প্ল্যান

•ICRA এর রিপোর্ট অনুযায়ী ট্যারিফ বৃদ্ধি ও গ্রাহকদের 2G থেকে 4G ব্যবহারকারীর কাছ থেকে গড় আয় উন্নত করা হতে পারে।
এটি বছরের মাঝামাঝি সময়ে প্রায় 220 টাকা হতে পারে। 2022 অর্থবর্ষে অপারেটিং মার্জিন প্রায় 38 শতাংশ বৃদ্ধি করা হতে পারে।

•করোনা মহামারী টেলিকম সংস্থা গুলির উপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। মহামারীর কারণে work-from-home, এবং অনলাইন ক্লাস রুমের জন্য ডাটা ব্যবহার আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

 

•বর্তমানে টেলিকম সংস্থাগুলির AGR অর্থাৎ এডজাস্টএড গ্রস রেভিনিউ 1.69 লক্ষ কোটি টাকা। শুধুমাত্র পনেরো টি টেলিকম সংস্থা 30,254 কোটি টাকা মিটিয়েছে। অনেক টেলিকম সংস্থার এই টাকা বকেয়া রয়েছে। VI এর 50,399 কোটি, Airtel এর 25,976 কোটি, এবং Tata teleservice এর 16,789 কোটি টাকা বকেয়া রয়েছে। যা বর্তমানে অর্থবর্ষে 10% হারে পরিশোধ করতে হবে।

 

•টেলিকম সংস্থাগুলির তরফ থেকে এর আগে ট্যারিফ বানানো হয়েছিল 2019 সালে ডিসেম্বর মাসে। তারপর দু’বছর পর ট্যারিফ প্ল্যান বাড়ানো হলো।