বর্তমান সময়ের সিনেমাপ্রেমিরা যেভাবে দক্ষিণ সিনেমার প্রতি আকৃষ্ট হয়ে উঠেছে সেখানে প্রত্যেক দক্ষিণী অভিনেতা অভিনেত্রীদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত হতে জনগণ বেশ আগ্রহী। এরই মধ্যে ২০২৩ সালের আগত কোটি কোটি টাকা নিয়ে নির্মিত বড় বাজেটের ৫ টি দুর্দান্ত সিনেমা নিয়ে দর্শকরা অধীর অপেক্ষায় আছেন। এই সিনেমাগুলি বক্সঅফিসে ভালোভাবে সফল হবে এই আশা করা যাচ্ছে।
১) পুষ্পা ২ ( Pushpa 2)
আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমার প্রথম অংশটি বক্স অফিসে চূড়ান্ত সাফল্যতা পেয়েছিল। এবার সেই সিনেমাগুলির দ্বিতীয় পর্ব আসছে। যা দেখার জন্য দর্শকরা অধীর অপেক্ষায়।
২) সালার (Salaar)
২০২৩ সালের মার্চ মাসে মুক্তি পেতে চলেছে পরিচালক প্রশান্ত নীল অভিনীত এই ছবি। এই ছবিতে অভিনেত্রী শ্রুতি হাসানকে প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরা।
৩) আদিপুরুষ (Adipurush)
প্রথমবার আসন্ন এই ছবিটির মাধ্যমে দক্ষিণী সুপারস্টার প্রভাষকে অভিনয় করতে দেখা যাবে সাইফ আলি খান ও কৃতি স্যানন-এর সঙ্গে। এই ছবিটির প্রতিটি চরিত্রকে দর্শকরা বড় পর্দায় দেখার জন্য বেশ আগ্রহী।
৪) হারা ভিরা মাল্লু (Hari Hara Veera Mallu)
এই তালিকায় আসন্ন এই চলচ্চিত্রটির নাম বেশ উল্লেখযোগ্য। ছবিটি দেখার জন্য মানুষ বেশ অধীর অপেক্ষায়।
৫) দশরা (Dasara)
তালিকার শেষে এই ছবিটি গ্রামবাসীদের কেন্দ্র করে গঠিত একটি গল্প। ননী ও কীর্তি সুরেশ এই সিনেমার প্রধান চরিত্র।