মুম্বাইয়ের উপর মিডিয়া স্পটলাইট থাকে সবসময়। কারণ মুম্বাইয়ে বিনোদন জগতে নিজের ক্যারিয়ার গড়তে প্রতিবছর লক্ষ্য লক্ষ্য অভিনেতা অভিনেত্রী আসেন। তবে কিছুজনের স্বপ্ন পূরণ হয় তো কিছুদিনের স্বপ্ন অধরাই থেকে যায়। আমার এমনও অনেকে আছেন যারা রাতারাতি মানুষের মন জয় করে নিজেদের ব্যক্তিগত জীবনের বহু কারণে জনপ্রিয়তার নিরিখে পৌঁছেও সরে এসেছেন বিনোদন জগত থেকে। আজ এই প্রতিবেদনে তেমনি একজন অভিনেত্রীর কথা বলব যিনি ৯০ এর দশকে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন সকলের কাছে। তিনি হলেন ভূমিকা চাওলা (Bhumika Chawla)।
এই অভিনেত্রী সালমান খানের বিপরীতে ‘তেরে নাম’ (Tere Naam) সিনেমায় দুর্দান্ত অভিনয় করে রাতারাতি সকলের মন জয় করে নিয়েছিলেন। তিনি এই ছবির মাধ্যমেই বলিউডে প্রবেশ করেছিলেন। তার এই প্রথম ছবি ব্লকবাস্টার হয়েছিল। তবে নিজের এই সাফল্য বেশি দিন ধরে রাখতে পারেনি ভূমিকা।
সিনেমাটি মুক্তি পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এই অভিনেত্রী নিজের জায়গা করে নিতে পারবেন বেশ বহু দূর পর্যন্ত, তবে তা হয়ে ওঠেনি। এই সিনেমার তাঁকে আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে তা বক্সঅফিসে বিশেষভাবে সফল হতে পারেনি। তার জীবনের ক্যারিয়ারের সমস্ত সিনেমায় নিজেকে প্রমাণিত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন তিনি।
এছাড়াও তিনি বলিউডে ব্যর্থ হওয়ার পর, তেলেগু, তামিল এবং মালায়ালাম সিনেমাতে চুটিয়ে অভিনয় করেছিলেন। তাকে শেষ অভিনয় করতে দেখা গেছে বলিউডের অন্যতম সুপার হিট ছবি মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে। সুশান্ত সিং রাজপুতের দিদির ভূমিকা অভিনয় করেছিলেন তিনি। অভিনয় জগতে ব্যর্থ হলেও দশকের মনে আজও স্মরণীয় হয়ে আছেন।
এছাড়াও জানিয়ে রাখি, ভূমিকা অভিনয়ের ক্যারিয়ারের পাশাপাশি যোগদান প্রশিক্ষণ করাতেন এবং সেখানেই তার আলাপ হয় তার স্বামী ভরত ঠাকুরের সাথে। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০০৭ সালে বিবাহ করেছিলেন। বিয়ের সাত বছর পর তাদের একটি সন্তান হয় এখন তিনি নিজের ব্যক্তিগত জীবনে বেশ ভালো আছেন।