Skip to content

মাত্র ৫০ পয়সায় চলবে ১ কিলোমিটার, দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি নিয়ে এলো TATA

    Tata Tigor EV,ELECTRIC CAR,TATA,RATAN TATA

    পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ পেট্রোল ডিজেল চালিত যানবাহন কিনতে অনীহা প্রকাশ করছেন। এখন বাজারে চলে এসেছে ইলেক্ট্রিক্যাল যানবাহন। তবে এখন ইলেক্ট্রিকের যানবাহন গুলির দাম কিছুটা বেশি। দাম বেশি হলেও বেশ কয়েকটি ইলেকট্রিক যানবাহন রয়েছে যে গুলি একবার চার্জে অনেকটা রাস্তা কভার করে দিতে পারে। আসুন এমনই একটি ইলেকট্রিক গাড়ির বিষয় এ জেনে নেওয়া যাক।

     

    Tata Motors- এর Tigor EV এর কথা হয়তো অনেকেই জানেন। এই ইলেকট্রিক গাড়ির এক্স-শোরুম মূল্য 12 লাখ টাকারও কম৷ সংস্থার দাবি এই গাড়িটি 306 কিলোমিটার রাস্তা কভার করে দিতে পারে মাত্র একবার চার্জে। Tigor EV 73 Bhp এবং 170 Nm পিক টর্ক উৎপন্ন করতে পারে। 26-kWh liquid cooled, high energy density battery প্যাক থাকবে।

    Tata Tigor EV

    আবহাওয়ার যে কোনো তারতম্যে যাতে গাড়িটি প্রভাবিত না হয় সে জন্য গাড়িটিতে একটি IP67 রেটযুক্ত ব্যাটারি প্যাক এবং মোটর বসানো হয়েছে। আট বছর এবং 1,60,000 KM ব্যাটারি এবং মোটর ওয়ারেন্টি দেওয়া হচ্ছে গাড়িটি সাথে। এছাড়াও ডুয়াল টোন বিকল্পও থাকছে গাড়িতে।

     

    Tata motors কোম্পানি XE, XM এবং XZ+, এই তিনটি ভেরিয়েন্টে নতুন Tigor EV বাজারে লঞ্চ করেছে। ডুয়াল টোন বিকল্পটি XZ+ এও উপলব্ধ। এই গাড়িটির মধ্যে রয়েছে উন্নত মানের suspense setup। এর ফলে চালকের ড্রাইভিং এক্সপেরিয়েন্স অত্যন্ত ভালো পাবেন।

    Tata Tigor EV

    এছাড়াও টাটা কোম্পানি জানিয়েছে এই গাড়িতে বিশ্বব্যাপী স্বীকৃত CCS2 চার্জিং সিস্টেম থাকবে। যেকোনো 15A প্লাগ পয়েন্ট এ ফাস্ট চার্জিং হবে। এছাড়াও আপনি স্লো চার্জিং এর অপশনও পাবেন। Global NCAP টিগর ইভির ক্র্যাশ নিরাপত্তা রেটিং-এ গাড়িটি 4 স্টার পেয়েছে। এছাড়াও সংস্থার দাবি শিশু ও বৃদ্ধ দের জন্য গাড়িটি সম্পূর্ণভাবে নিরাপদ।