বলিউডের (All Bollywood actresses are so beautiful) প্রত্যেক অভিনেত্রী ভীষণ সুন্দরী। দশকরাও কম-বেশি প্রত্যেক অভিনেত্রীকেই পছন্দ করেন। অভিনেত্রীদের জীবনের অজানা বিষয়গুলি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন ভক্তরা। আজ এই প্রতিবেদনে আমরা দেখে নেব বলিউডের সবচেয়ে সুন্দরী ৫ জন অভিনেত্রী কে কে?
১) হেমা মালিনী (Hema Malini)
৯০ এর দশকের সবচেয়ে শীর্ষ সুন্দরী অভিনেত্রী ছিলেন কোটি কোটি ভক্তের স্বপ্ন ‘হেমা মালিনী’ (Hema Malini)। তার অতুলনীয় অভিনয় এবং মোহময়ী সৌন্দরতায় তিনি বলিউড এবং সারা বিশ্বে ড্রিম গার্ল (Dream Girl) নামে পরিচিত ছিলেন। সেই সময় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং লোকমুখে আজও তার নামে প্রশংসা শোনা যায়।
২) শ্রীদেবী (Sridevi)
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অন্যতম প্রতিভাময়ী সুন্দরী অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। বলিউডের প্রথম সুপারস্টার হওয়ার খেতাব জিতেছিলেন এই অভিনেত্রী। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি তার প্রতিটি সংলাপের সাথে সুন্দর সুন্দর এক্সপ্রেশন এবং নিজস্ব সৌন্দর্যতার কারণে কোটি কোটি ভক্তের মন জিতে নিয়েছিলেন তিনি।
৩) মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)
এই তালিকায় তৃতীয় নামটি ধাক-ধাক গার্ল মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit)। নিজের চমৎকার সুন্দর হাসির সাথে অসাধারণ নৃত্যের মাধ্যমে তিনি আজও কোটি কোটি দর্শকের মন জয় করে নেন। একসময় মাধুরী দীক্ষিত এতটাই পরিচিত ছিলেন যে চলচ্চিত্রের অভিনেতাদের থেকেও বেশি পারিশ্রমিক নিতেন।
৪) ঐশ্বরিয়া রাই বচ্চন (Aiswariya Rai Bachchan)
বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে অতুলনীয় সুন্দরী হলেন মিস ওয়ার্ল্ড (Miss World) খেতাব জয়ী ঐশ্বরিয়া রাই বচ্চন। (Aiswariya Rai Bachchan) দুর্দান্ত অভিনয়ের সাথে সাথে তার দুটি নীল রঙের চোখের মণি আজও দর্শকদের হৃদয়ে বিরাজ করে।
৫) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
এই তালিকায় সর্বশেষ সুন্দরী প্রতিভাময়ী অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তার সুন্দর হাসি এবং সুশ্রী মুখের কায়দায় সারা বিশ্বের কাছে অন্যতম আকর্ষণ।