Skip to content

বয়স ৪০ পেরিয়েও এত রূপ! যৌবন ধরে থাকতে রোজ এই কাজ করেন সানি লিওনি

img 20221130 232817

বলিউডের (Bollywood) অন্যতম সুন্দরী এবং হটেস্ট অভিনেত্রী হলেন সানিলিওন (Sunnyleone)। তার সৌন্দর্যে উন্মাদ সকলে। ৪২ বছর বয়সে পা রেখেও নিজের সৌন্দর্যের মহিমায় হারিয়ে দিতে পারেন সদ্য ১৮-এর যুবতীদের। তিন সন্তানের মা এই অভিনেত্রী। তবুও তার ত্বকের লাবণ্য বয়সের ছাপকে ছুতে পারেনি। তবে তার ত্বকের যত্নের রহস্য কী (Sunnyleone Beauty Secrets)? নিজেই প্রকাশ করলেন সেই গোপনীয়তা।

Sunny Leone

একটি সাক্ষাৎকার অভিনেত্রী জানিয়েছেন, তার সমস্ত সৌন্দর্যতা নির্ভর করে খাওয়ার মেনটেনেন্সের উপর। ত্বকের যত্ন নেওয়ার জন্য তিনি প্রচুর পরিমাণে জল খান। সাথে তেলে ভাজাভুজি খাবার একেবারেই খান না। ত্বকের জন্য কোন প্রসাধনী দ্রব্য কেনার সময়ও ভালোভাবে সতর্কতা অবলম্বন করেন। প্রসাধনের দ্রব্যে মিশ্রিত সমস্ত উপাদানগুলি ত্বকের জন্য উপযুক্ত কিনা তা বারবার খতিয়ে দেখেন তিনি।

Sunny leone

এছাড়াও উজ্জ্বল মসৃণ ঝকঝকে ত্বক পেতে নিয়মিত কিছু বিশেষ যত্ন নিয়ে থাকেন। ভক্তদের সুবিধার্থে বেশ ছোট ছোট অনেক টিপসই তিনি প্রকাশ করেছেন। ত্বকের যত্নের (Skin Care) জন্য তিনি রূপটান ব্যবহার করেন ঠিকই কিন্তু  এই রূপটানে ব্যবহৃত সামগ্রী তার ত্বকে উপযুক্ত কিনা সেগুলি আগে পরীক্ষা করে নেন নিজেই। সরাসরি ত্বকে কিছু ব্যবহার করার আগেই নিশ্চিত হয়ে নেন তিনি। এছাড়াও তিনি প্রচুর পরিমাণে জল সমৃদ্ধ ফল খান (Fruits)। সানির মতে, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া একেবারেই ঠিক নয়। এই বিষয়টি যেমন শরীরের পক্ষেও ক্ষতিকর তেমন ত্বকের ক্ষেত্রেও ক্ষতিকর।

Sunny leone photo

এছাড়াও সানিলিওন তার খাদ্য তালিকায় রাখেন সবুজ শাকসবজি (Green Vegetables)। তার মতে সৌন্দর্য ধরে রাখার জন্য জল জাতীয় খাবার খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবেই আমাদের প্রিয় সানিলিওন নিজের অনেক কাজের ব্যস্ততার মাঝেও ত্বকের যত্ন নেন।