দেশে করোনা এর দ্বিতীয় ঢেউ হাজির। দিন দিন রেকর্ড হারে সংক্রমণ বেড়ে চলেছে জনিত চিকিৎসার অর্থ জোগাতে দেশের সবচেয়ে বড় ব্যাংক State Bank of India(SBI) গ্রাহকদের জন্য একটি স্কিম আনতে চলেছে। কি এই স্কিম ? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নূন্যতম 18 বছর বয়স হলেই SBI এর করোনা রক্ষক পলিসি (SBI Corona Rakshak Policy) স্বাস্থ্যবীমা যোজনার সুবিধা নেওয়া যাবে।কোনরকম মেডিক্যাল টেস্ট ছাড়াই 100% কভারেজ পাওয়া যাবে এই স্কিম এর আওতায়।
এই স্কিম টির বিশেষ বৈশিষ্ট্য হলো যে একটি প্রিমিয়াম এই কভারেজ সম্পন্ন হয়ে যায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর করোনা রক্ষক পলিসি যোজনাই সর্বনিম্ন 156 টাকা ও সর্বোচ্চ 2,230 টাকা বিনিয়োগ করা যাবে। নূন্যতম কভারেজ 50000 টাকা ও সর্বাধিক লক্ষ্য টাকা। SBI এর এই পলিসি 105,195, ও 285 দিনের সময় সীমা রাখা হয়েছে। আপনি যদি 50000 টাকার কভারেজ পেতে চান তাহলে আপনাকে 157 টাকা করে দিতে হবে।
এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর এই করোনা রক্ষক পলিসি সন্বন্ধে বিস্তারিত জানতে হলে 022-27599908 নম্বরে মিসড কল দিন।