বিগত ২ বছরে করোনা অতিমারীর ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি। এই করোনাকালে চাকরিও চলে গেছে অনেকের। কমে গেছে অনেকেরই মাসিক আয়। এরূপ অবস্থায় অনেকেই নতুন নতুন ব্যবসার কথা ভাবতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ভাবছেন এমন কিছু ব্যবসার কথা যা ঘরে বসে করা যাবে। এখানে আমরা এমনই ৩ টি ব্যবসার কথা নিয়ে আলোচনা করব যাতে আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন নতুন রোজগার।
এর জন্য আপনাকে নিজের চাকরি ছাড়ারও কোনো প্রয়োজন নেই। সঠিকভাবে এই ব্যবসা শুরু করতে পারলে মাসে লক্ষ টাকা আয় করা কোন ব্যাপারই নয়। চলুন দেখে নেওয়া যাক কি কি সেই ব্যবসা-
১. চক তৈরি: চক তৈরির ব্যবসা নিয়ে সাধারণত কেউ ভাবেন না। তবে এই ব্যবসা করে আপনি মাসে লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। স্কুল, কলেজ, অফিস-কাছারি এমন অনেক জায়গাতেই চকের বহুল ব্যবহার দেখা যায়। চক তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস নামক এক সাদা পাউডার থেকে। জিপসাম পাথর থেকে তৈরি এই প্লাস্টার অফ প্যারিস চক তৈরির প্রধান উপাদান।
এর সাহায্যে আপনি সাদা ও রঙ্গিন দুই রকমের চকই বানাতে পারেন। এরপর এই চক আপনি অনলাইন বা অফলাইনে মার্কেটিং করতে পারেন। এই ব্যবসাতে আপনি মাত্র ১০,০০০ টাকা বিনিয়োগ করলেই মাসে ১ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন।
২. টিপ তৈরি: বর্তমানে টিপ এর চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। পূর্বে বিবাহিত মহিলারা সাধারণত টিপ ব্যবহার করতেন। তবে সম্প্রতি নতুন প্রজন্মের মধ্যেও এর ব্যাপক চাহিদা দেখা গিয়েছে।
এমনকি বিদেশেও টিপ এখন জনপ্রিয়তা লাভ করেছে। এই ব্যবসাতে খুব অল্প বিনিয়োগ করে আপনি প্রচুর মুনাফা লাভ করতে পারেন।
৩. খাম তৈরি: খাম একটি নিত্য প্রয়োজনীয় বস্তু। অফিস-কাছারি থেকে দৈনন্দিন জীবনেও এর বিপুল ব্যবহার রয়েছে। কোন কিছু প্যাকেজিং করতে খাম অপরিহার্য। চিঠিপত্র, গ্রিটিংস কার্ড ইত্যাদি প্যাকেজিং করতে তো খাম লাগেই।
বিভিন্ন ধরনের ও বিভিন্ন আকৃতির খাম তৈরির জন্য আপনাকে প্রথমে ১০-১২ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। পরে ব্যবসা চলতে শুরু করলে আপনি মেশিনের সাহায্যেও খাম বানাতে পারেন। তবে এক্ষেত্রে ২-৫ লক্ষ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে।