Skip to content

সালমান খানের সাথে সিনেমা করে রাতারাতি স্টার হওয়া এই অভিনেত্রী আজ কোথায়! কেমন জীবন কাটাচ্ছেন তিনি

img 20230319 145404

টলিউড (Tollywood) ও কিংবা বলিউড (Bollywood), ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রের যাবতীয় খবর জানতে ভক্তরা বেশ আগ্রহী হয়ে থাকেন। তাই ভক্তদের কথা মাথায় রেখে আজ এই প্রতিবেদনে ৯০ দশকের এমন একজন (90s Famous Actress In Bollywood) জনপ্রিয় অভিনেত্রীর কথা বলব যিনি হিন্দি ছবি থেকে শুরু করে দক্ষিণী ছবিতে কাজ করেছেন। তবে আজ তিনি বলিউড তথা  সম্পূর্ণ বিনোদন জগত থেকে বিদায় নিয়েছেন। তবে কি জানেন কে সেই অভিনেত্রী?

Nagma Arvind Morarji Salman Khan

সেই বিখ্যাত ৯০ দশকের অভিনেত্রী হলেন নাগমা অরবিন্দ মোরাজি (Nagma Arvind Morarji)। যিনি ভক্তদের কাছে নাগমা (Nagma) নামেই পরিচিত। এক সময় প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। তবে এখন অনেকেরই তার নাম মনে নেই। কারণ বহু বছর হলো তিনি চলচ্চিত্র জগত থেকে বিদায় নিয়েছেন। বর্তমানে কেমন আছেন এই অভিনেত্রী? কী করেন তিনি? আসুন জেনে নেওয়া যাক।

Nagma Arvind Morarji

অভিনেত্রী নাগমা, ১৯৭৪ সালে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সেই অভিনয়ের সঙ্গে তার সংযোগ স্থাপন হয়। ১৯৯০ সালে তার প্রথম হিন্দি সিনেমা ‘বাঘি : এ রিবেল ফর লাভ’ (Baaghi : The Rebel For Love) দিয়ে সুপারস্টার সালমান খানের বিপরীতে বলিউডে অভিষেক ঘটে তার।

Nagma Salman

এই সিনেমার পর অভিনেত্রী রাতারাতির জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। শুধু বলিউড নয় তার সাথে অভিনেত্রী নাগমা অজস্র তেলেগু, ভোজপুরী, পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। এমনকি তিনি ‘পরিমান’ নামক একটি বাংলা ছবিতেও কাজ করেছিলেন।

Nagma Arvind Morarji

একসময় অভিনেত্রীর নাগমা (Nagma) অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে শাহরুখ খান (Sharukh Khan) সকলের সাথেই অজস্র সুপার হিট সিনেমায় কাজ করেছিলেন। সে সময় সালমান খানের সাথে তার জুটি ছিল সবচেয়ে জনপ্রিয়। অনেক দক্ষিণে ছবিতে অভিনয় করেও অভিনেত্রী খ্যাতি অর্জন করেছিলেন। তবে বর্তমানে তিনি বিনোদন জগত থেকে অনেকটাই দূরে থাকেন।

Nagma Arvind Morarji

এমনকি তাকে কোন সোশ্যাল মিডিয়ার সক্রিয় থাকতে দেখা যায় না। খুব বেশি লাইম-লাইটেও আসেন না তিনি। একসময় বিখ্যাত ভোজপুরি অভিনেতার রবি কিষাণের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও এখনো তিনি অবিবাহিত, একাকী জীবন কাটাচ্ছেন এবং তিনি নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন।