Skip to content

লন্ডন তথা বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সৌরভ কন্যা সানা! কোর্স ফি শুনলে চমকে উঠবেন

ভারতীয় ক্রিকেটের মহারাজা তথা আমাদের বাঙালির দাদা সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) সারা বিশ্বের মানুষ এক ডাকে চেনেন। সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী  (Dona Ganguly) একজন ওডিসি নৃত্যশিল্পী এবং শিক্ষিকা। শিল্প জগতে তারও বেশ প্রতিপত্তি আছে। এই দম্পতি একমাত্র মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly), যে পড়াশোনা এবং নাচ দুই বিষয়েই সমান পারদর্শী। আজ তার শিক্ষাগত বিষয়েই আমরা কিছু জেনে নেব।

Sourav Ganguly

বিশ্বের বিভিন্ন দেশে হাজারো রকমের নামি দামি স্কুল কলেজ রয়েছে। ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের অবদান বিশেষ উল্লেখযোগ্য। এসবের মধ্যেই সবচেয়ে আলাদা ১০০০ বছরের একটি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার সম্মান-মর্যাদা আকাশ ছোঁয়ার সমান। এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে  ৭২ জন  বিখ্যাত মানুষ নোবেল অর্জন করেছিলেন। আজ সারা বিশ্বের কাছে সেই প্রতিষ্ঠান সবচেয়ে দামি এবং বিশেষ গুরুত্বপূর্ণ।

Sourav Ganguly Sana Ganguly

আজ আমরা প্রতিবেদনের লন্ডনে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) কথা বলছি। যা প্রতিষ্ঠিত হয়েছিল ১০৯৬ খ্রিস্টাব্দে। সারা বিশ্বের এই সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় মোট ২৬ হাজার জন শিক্ষার্থী পড়াশোনা করেন। BA থেকে শুরু করে PHD এখানে সব স্তরের ছাত্র- ছাত্রীদেরই মনোযোগ সহকারে পড়ানো হয় এবং তাদের যোগ্য করে তোলা হয়। তবে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পাওয়া মুখের কথা নয়। কারণ দেশ বিদেশের সব প্রান্ত থেকে গুণী সম্পন্ন শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন।

Oxford University

মেধাবী শিক্ষার্থীরা এখান থেকে স্কলারশিপের সুযোগ পান। বাকি ছাত্র-ছাত্রীদের থেকে বহু মোটা অংকের ফি নেওয়া হয়। তবে আপনি যদি বৃত্তি না পান, তবে আপনার পক্ষে সেখানে পড়াশোনা চালানো খুবই মুশকিলের ব্যাপার হবে। কারণ এই জগৎজোড়া বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্র ছাত্রীদের থেকে মোটা অঙ্কের ফি নেয়। তাই এই বিশ্ববিদ্যালয় সেলিব্রেটিদের ছেলে মেয়েরা থেকে শুরু করে নেতা-মন্ত্রীদের ছেলেমেয়েরাই বেশি পড়াশোনা করার সুযোগ পান।

Sourav Ganguly with his daughter

আপনারা হয়তো অনেকেই জানেন এই বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে দেশের গণ্যমান্য ব্যাক্তিরা যেমন- ইন্দিরা গান্ধী, মনমোহন সিং সকলেই পড়াশোনা করেছেন। সাইফ আলি খান (SaifAli Khan) এবং অমৃতা সিংয়ের (Amrita Shing) মেয়ে সারা আলি খান (Sara Ali Khan) এই বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পেলেও ভর্তি হননি। অপরদিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম রাজা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) মেয়ে সানা গাঙ্গুলি এখন পড়াশোনা করছেন সেখানেই।  তবে সানার পড়াশোনার পেছনে কত খরচ হয় তা জানলে চমকে উঠবেন আপনি।

Oxford University

তবে শুধু পড়াশোনা খরচ নয়, সাথে বিশ্ববিদ্যালয়েও প্রতিবছর মোটা অংকের ফি দিতে হয়। উল্লেখযোগ্য বিষয়, সারা বিশ্বে বিখ্যাত লন্ডনের এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিন বছর পড়ার জন্য খরচ করতে হবে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা! শুধু এখানেই শেষ নয়, সাথে আছে টিউশন ফি এবং নিজেদের স্বাচ্ছন্দ মতো থাকা খাওয়ার জায়গায় খরচের তালিকা। তাই এটা বোঝাই যাচ্ছে ভবিষ্যতে সানা গাঙ্গুলী (Sana Ganguly) একজন সফল মানুষ হয়ে উঠতে চলেছেন।