Skip to content

মাঝে মাঝেই ভয়ংকর শব্দে গর্জে ওঠে এই পাহাড়, দেখা যায় অদ্ভুত আলো! ভয়ে আজও কেও উঠতে পারেনি এই পাহাড়ে

img 20230307 010305

মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (Mount Everest is the highest mountain peak in the world)। যার উচ্চতা ৮৮৪৯মিটার। অত্যন্ত উঁচু হওয়া সত্ত্বেও পর্বতারোহীরা এই পর্বতের চূড়া জয় করেছে বহুবার।

Mount Everest

তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট থেকে অত্যন্ত নিচু একটি পাহাড় রয়েছে যার চূড়ায় আজ পর্যন্ত কোন ব্যক্তি উঠতে পারেনি (No one successful to climb in Bhutan hill gangkhar puensum mountain)।

Nepal

 

যখনই কোন ব্যক্তি এই পাহাড়ে উঠার চেষ্টা করেছে তখনই সে ব্যর্থ হয়েছে খুবই রহস্যজনকভাবে। এই পাহাড়টি হিমালয় পর্বতমালা গোত্রের পাহাড়, যার প্রতিটা অংশে রহস্য বর্তমান। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যতবারই এই পর্বতের উচ্চতা মাপা হয়েছে ততবারই আলাদা আলাদা মাপ এসেছে।

gangkhar puensum

তবে বেশিরভাগ লোকের মতে এই পাহাড়ের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুট। বিশ্বের সবচেয়ে এই উঁচু আর্ভেই শৃঙ্গ আজ পর্যন্ত কোন পর্বতারোহী জয় করতে পারেনি। ভুটানে অবস্থিত এই সর্বোচ্চ শৃঙ্গের নাম গাঙখার পুয়েনসাম (Bhutan hill gangkhar puensum)। কিন্তু প্রশ্ন হল এই পাহাড়ে কেউ কেন কোনদিন উঠতে পারেনা? এখানে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পাহাড়ে চূড়া থেকে বিভিন্ন সময় অনেক অদ্ভুত আলো বেরিয়ে আসে এবং বেশ কিছু ভয়ঙ্কর শব্দ শোনা যায়। তাই এই ভয়ের কারণে কেউ এই পর্বতের চূড়ায় উঠতে পারে না।

gangkhar puensum

অনেকে অবশ্য মনে করেন, তিব্বতের পাশে থাকা এই গাঙখার পুয়েনসাম (Bhutan hill gangkhar puensum) পাহাড়ে ইয়েতির বসবাস রয়েছে।  আবার কেউ কেউ দাবি করেন, এই শহরে ঈশ্বরের বসবাস রয়েছে। আবার অনেকের মতে এই পাহাড়ের চূড়ায় পৌরাণিক প্রাণীর বসবাস রয়েছে। অপর দিকে এই পাহাড়ি ভুটানের মানুষের কাছে সবচেয়ে পবিত্র স্থান। তবে এই পাহাড়ের আসল রহস্য আজও উন্মোচন করা যায়নি।