Skip to content

এই ১০ জন তারকা যারা বিয়ের আগেই চুটিয়ে করেছেন সহবাস, তালিকায় রয়েছে এই ৩ জন বাঙালি তারকাও!

img 20230412 195306

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া যেসব খবর সামনে আসছে তাতে নিশ্চিত হওয়া যায় যে প্রেম ভালোবাসা কার্যত বয়সের বাধা মানে না। বিয়ের ক্ষেত্রে বয়সের সীমা তারকারা বিশ্বাস করেন না। তাই আজ এই প্রতিবেদনে বলিউডের (Bollywood) সেই ১০ জন তারকার নাম রইলো যারা কেউ ৪০, কেউ‌ ৬০ থেকে ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এছাড়াও এই তালিকায় তিনজন বাঙালির নাম রয়েছে। কোন কোন তারকারা তালিকায় রয়েছে দেখে নিন।

নিনা গুপ্ত এবং বিবেক মেহরা (Neena Gupta And Vivek Mehra) :

Neena Gupta And Vivek Mehra

প্রতিবেদনের এই তালিকায় প্রথমেই যে দম্পতির নাম রয়েছে তিনি হলেন নীনা গুপ্তা (Neena Gupta) এবং বিবেক মেহরা (Vivek Mehra)। বলিউডের এই অভিনেত্রী অল্প বয়সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ভিভ রিচার্ডসের (Vib Richard) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিয়ের আগেই একটি কন্যা সন্তান জন্ম দেন। তারপর তিনি সম্পূর্ণ একাই ছিলেন। অবশেষে ৫৪ বছর বয়সে বিবেক মেহেরাকে বিবাহ করেন তিনি।

সাইফ আলি খান এবং করিনা কাপুর খান (Saif Ali Khan And Kareena Kapoor Khan) :

Saif Ali Khan And Kareena Kapoor Khan

বলিউডের তারকা জুটিদের মধ্যে অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন সাইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর (Kareena Kapoor)। অভিনেত্রী অমৃতা সিং-এর (Amrita Shing) সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর তিনি কাপুর পরিবারের অন্যতম সুন্দরী কন্যা কারিনা কাপুর’কে বিয়ে করেন। অবশ্য সেই সময় তার বয়স পেরিয়ে হয় ৪০। তখন কারিনা কাপুরের বয়স ছিল ৩৫।

রানী মুখার্জী এবং আদিত্য চোপড়া (Rani Mukherjee And Aditya Chopra) :

Rani Mukherjee And Aditya Chopra

রাণী (Rani Mukherjee) এবং আদিত্য (Aditya Chopra) দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন। রাণীকে বিয়ে করার আগেই বিবাহিত ছিলেন আদিত্য। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর ৪৩ বছর বয়সের আদিত্য ৩৬ বছর বয়সী রানীকে বিবাহ করেন।

কবীর বেদী এবং পারভিন দোসাঞ্জ (Kabir Bedi And Perveen Doshanz) :

Kabir Bedi And Perveen Doshanz

বলিউডে ৭০ বছর বয়সে বিবাহ করেছে এমন রেকর্ডও রয়েছে। সে হলেন কবীর বেদী (Kabir Bedi)। সাত বছর পূর্বে তিনি পারভিন দোসাঞ্জকে (Parveen Doshanz) বিয়ে করেছিলেন। জানলে অবাক হবেন পারভীন বয়সে কবিরের মেয়ে পূজার থেকেও অনেক ছোট। কবিরের চতুর্থ স্ত্রী হলেন পারভিন (Parveen)।

দীপঙ্কর দে এবং দোলন রায় (Deepankar Dey And Dolon Roy) :

Deepankar Dey And Dolon Roy

এই তালিকায় টলিউডের জনপ্রিয় বয়স্ক দম্পতির নাম রয়েছে। তারা হলেন দীপঙ্কর দে (Dipankar De) ও দোলন রায় (Dolon Roy)। বিয়ের পূর্বে ২২ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে লকডাউন  চলাকালীন এই দম্পতি বিয়ের পিড়িতে বসেছিলেন। সেই সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫ বছর এবং দোলন রায়ের ৪৯ বছর।