Skip to content

কাটলো ঝড়-ঝঞ্ঝার বাদল! কবে থেকে জাঁকিয়ে পড়তে চলেছে বাংলায় কনকনে শীত, জানালো আবহাওয়া দপ্তর

    Weather,West Bengal weather,Winter,India

    কিছুদিন আগে ‘জাওয়াদ’ নামক ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল আমাদের রাজ্যে। এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং আকাশ বেশ কয়েকদিন মেঘলা থাকে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের প্রভাব কিছুটা কমে যায়। কিন্তু ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয় এবং আকাশ পরিষ্কার হতে থাকে। এর ফলে শীতের আমেজ পুনরায় আগের মত বাড়তে চলেছে। আগামী 10 তারিখের মধ্যে স্বাভাবিকের থেকে তাপমাত্রা নিচে নামতে পারে।

    Weather

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী অঞ্চলে গুলিতে আকাশ মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহার এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এখনও পর্যন্ত কোথাও সতর্কত বার্তা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি রয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই আদ্রতা কমবে ততক্ষন জাঁকিয়ে শীত পড়বে না। 11 ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমলে ও তার পরবর্তী দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

    Weather report

    কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আগামী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রী সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল 24 ডিগ্রি সেলসিয়াস।

    বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ 98 শতাংশ এবং সর্বনিম্ন 81 শতাংশ। বুধবার কলকাতায় কুয়াশার প্রভাব দেখা যায় এর ফলে দৃশ্যমানতা(visibility) 100 মিটার হয়ে যায়। এর ফলে দমদম বিমানবন্দরে বিমান ওঠা নামার পর কিছুটা বিঘ্নিত হয়।