টেলিভিশনে সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ (Shark tank India) দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। এই শো এর সমস্ত বিচারকরাও তাদের কাজের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। যতদিন যাচ্ছে দর্শকরা এই শো টি বেশ উপভোগ করছেন। তাই দর্শকরা প্রত্যেকে এই শো – এর বিচারকদের সম্পর্কে সমস্ত তথ্য জানতে ভীষণ আগ্রহী। এই বিচারকদের মধ্যে অন্যতম হল ‘আমন গুপ্তা’ (Aman Gupta)। যিনি বোট এর সহ প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে তিনি একজন বড় সেলিব্রিটি হয়ে উঠেছেন।
সম্প্রতি এই শোয়ের বিচারকরা তাদের পরিবার সহিত ‘দ্য কপিল শর্মা’ শো তে এসেছিলেন। সেখানে আমন গুপ্তার স্ত্রী সৌন্দর্য দেখে সকলেই অবাক। তার স্ত্রী’র নাম প্রিয়া ডাগার। শার্ক ট্রাংক ইন্ডিয়ার প্রিয় ভক্তরা তাকে দেখামাত্র ইন্টারনেটে বহু সার্চ করেছেন এবং সেখান থেকে জানা গেছে প্রিয়া একজন অতি সুন্দর নারী, যার সামনে ঐশ্বর্য রাই থেকে শুরু করে কারিনা কাপুর সবাই বিবর্ণ।
আমান গুপ্তা প্রিয়া ডাগারকে ২০০৮ সালে বিবাহ করেছিলেন এবং বর্তমানে তাদের দুই মেয়ে আছে। পূর্বে প্রিয়া সিম্বিওসিস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি কর্মরত আছেন নেদারল্যান্ডস দূতাবাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র নীতি উপদেষ্টা হিসেবে। এছাড়াও, তিনি এর আগে কাজ করেছিলেন, ইউরোপিয়ান বিজনেস অ্যান্ড টেকনোলজি সেন্টারে সেক্টর স্পেশালিস্ট হিসেবে।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার প্রচুর ফ্যান ফ্লোইংস রয়েছে। তিনি একজন অত্যন্ত বুদ্ধিমতী, প্রতিভাময়ী সুন্দর নারী। তার যতই প্রশংসা করা হোক না কেন, তা বেশ কম পড়ে যায়। অনেকের মতে আমান গুপ্তা (Aman Gupta) অনেক ভাগ্য করে এমন একজন স্ত্রী পেয়েছিলেন।