Skip to content

সন্তানদের নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করলেন শাহরুখ খান, বড়ো হয়ে এখন খোঁজ নেয় না তার ছেলে মেয়ে!

    img 20230215 092014

    ছোট বয়সে প্রত্যেক ছেলেমেয়েদের কাছে একমাত্র আশ্রয় হয়ে থাকে তাদের বাবা মা। তবে সেই সন্তানরাই পড়াশোনার সূত্রই হোক কিংবা কাজের সূত্রে, নিজস্ব জীবনে একবার ব্যস্ত হয়ে গেলে দিনে অন্তত একবার বাবা-মায়ের খোঁজখবর নেওয়ার সময় পান না। এই অবস্থায় একাকীতে ভুগতে থাকেন বাবা-মা। এই ঘটনাগুলি বলিউডের তারকাদের সঙ্গেও সমানভাবে ঘটে থাকে। আপনি কি জানেন বলিউড তারকা  শাহরুখ খানেরও (Shahrukh Khan) তাদের সন্তানদের নিয়ে জীবনে অনেক আক্ষেপ থেকে গেছে।

    Suhana Khan

    তিন সন্তানের বাবা বলিউডের বাদশা শাহরুখ খান। তিনি বিশেষত তার মেয়ে সুহানা খানকে নিয়ে খুবই চিন্তিত থাকেন। সম্প্রতি তিনি তার মেয়ের ব্যাপারে জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বেশ কিছু কথা প্রকাশ করেন। সবচেয়ে আদরের মেয়ের প্রতি অভিমানী হয়ে শাহরুখ বলেছেন, যখন সুহানা খান (Suhana Khan) বিদেশে যান তখন তিনি বাবা-মায়ের কথা ভুলেই যান। একটা ফোনও করেন না।

    Sahrukh

    এই ঘটনাটি প্রথম ঘটেছিল যখন সুহানা খান নিউইয়র্কে গিয়েছিলেন। সেই সময় মেয়ের জন্য হাতে কোনও কাজ রাখেননি তিনি। কারণ তিনি ভেবেছিলেন নিউইয়র্কে গিয়ে সুহানের একা লাগতে পারে। তবে ঘটনাটি সম্পূর্ণ উল্টে যায়। সুহানা একবারও তার বাবাকে ফোনও করেনি। অবশেষে অনেক সময় পর শাহরুখকেই ফোন করতে হয় তার মেয়েকে।

    Daughter of sahrukh khan

    শাহরুখ তার মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন, “এবার কি আমি কাজ করতে পারি?” কথাটা শুনেই সুহানা অবাক হয়ে যান এবং তার বাবা কেন কাজ বন্ধ করে বাড়ি বসে আছেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন। তখন শাহরুখ জানান, আমি ভেবেছিলাম তোমার আমাকে প্রয়োজন হবে তাই সমস্ত কাজ বাতিল করে দিয়েছিলাম।”

    Suhana Khan

    সুহানা খানের এই ব্যবহারে অনেকটা কষ্ট পেয়েছিল শাহরুখ খান। প্রসঙ্গত খুব শীঘ্রই,  ‘দ্য আর্চিস’ (The Archies) ছবির দ্বারা বলিউডে ডেবিউ করছেন। এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত নন্দাকে (Agasth Nanda) আর্চির ভূমিকায় এবং ভেরোনিকা নামের চরিত্রে দেখা যাবে সুহানা খানকে। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে।