ভারতের অন্যতম বড় সেলিব্রিটি আইকন হলেন বলিউডের বাদশা অর্থাৎ শাহরুখ খান (Saharukh Khan)। গোটা ভারত তথা বিদেশেও তার ভক্তরা নতুন ছবি মুক্তি পাওয়ার অধীর আগ্রহে বসে থাকেন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়েই প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন কিং খান এবং এরপর প্রায় শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘বাজিগর’ ছাড়া আরও অনেক দুর্দান্ত চলচ্চিত্রে তিনি তার অভিনয় দক্ষতার আত্মপ্রকাশ করেছিলেন।
সম্প্রতি তার আরও একটি মারাত্মক দুর্দান্ত ছবি আসতে চলেছে। তবে আপনারা কি জানেন, আমাদের এই বাদশা তাঁর ক্যরিয়ার জীবনে এমনও কিছু ছবি রিজেক্ট করেছিলেন যা আজ বলিউডের সবচেয়ে বিখ্যাত ছবি মনে করা হয় এবং সে কারণে তিনি আজও আপসোস করেন। আসুন জেনে নেওয়া যাক সেই ছবিগুলি সম্পর্কে……
১) তারে জমিন পার (Taare Zameen Par)
২০০৭ সালের একটি কালজয়ী ফিল্ম যা আমির খান প্রযোজনা ও পরিচালনা করেছিলেন, তা হল তারে জমিন পার (Taare Zameen Par)। একটি 8 বছর বয়সী ডিসলেক্সিক শিশু ইশান এর জীবনকে এবং কল্পনা শক্তিকে কেন্দ্র করে তৈরী হয়েছিল এই ছবি। আমির খান নিজেই এই ছবিতে অভিনয় করেছিলেন। কারণ শাহরুখকে (Saharukh Khan) এই ছবি অফার করা হলে তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। তবে ছবির আজ জয়জয়কার দেখে তিনি আপসোস করেন।
২) স্ল্যাম ডগ মিলিয়ানেয়ার (Slum Dog millionaire )
আটটি একাডেমি পুরস্কারের সাথে সিনেমা জগতে ইতিহাস সৃষ্টি করা একটি ছবি হল ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিয়নিয়ার’। অস্কার জয়ী সিনেমাটিতে কুইজ মাস্টারের ভূমিকায় অনিল কাপুরের পূর্বে শাহরুখ খানকেই অফার করা হয়েছিল। কিন্তু বলিউডের বাদশা এই চরিত্রটি বেশি গুরুত্বপূর্ণ মনে করেননি বলে অফারটি ফিরিয়ে দিয়েছিলেন।
৩. কাহো না পেয়ার হ্যায় (Kaho Na Pyaar Hai)
হৃতিকের অভিনীত প্রথম ছবি ছিল ‘কাহো না, পেয়ার হ্যায়’ আমিশা পাতিলের সঙ্গে। সুপার হিট হয়েছিল এই সিনেমা। তবে এই সিনেমার প্রস্তাব শাহরুখকে দেওয়া হলে তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
৪) লাগান (Laggan)
শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে শাহরুখ ‘লাগান'(Laggan)-এর মত একটি অস্কার মনোনীত ফিল্ম রিজেক্ট করেছিলেন। যার সাফল্যের শিরোনাম আজ আমিরের নামে রয়ে গেছে।
৫) মুন্না ভাই এমবিবিএস(Munnabhai MBBS)
২০০৩ সালে রিলিজ হওয়া সঞ্জয় দত্ত অভিনীত একটি কালজয়ী সিনেমা ছিল মুন্না ভাই ‘M.B.B.S’। যার পরিচালক ছিলেন রাজকুমার হিরানি। এই ছবিতে সঞ্জয় দত্তের পূর্বে শাহরুখকে অফার দেওয়া হলেও খারাপ স্বাস্থ্যের কারণে ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন।
৬) রঙ দে বাসন্তী(Rang De Basanti)
বলিউডের সবচেয়ে স্মরণীয় ছবিগুলির একটি ছিল ‘রঙ দে বাসন্তী’ অন্যতম। এই ছবিতে অজয় সিং রাঠোড়-এর ভূমিকায় প্রথমে শাহরুখকে কাস্ট করেছিলেন ছবির পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা। কিন্তু বাদশার ছবির চিত্রনাট্য একদম পছন্দ না হওয়ায় তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
৭) থ্রী ইডিয়টস (3 Idiots)
রাজকুমার হিরানির সবচেয়ে দুর্দান্ত অতুলনীয় সিনেমা ‘3 ইডিয়টস’-ও প্রত্যাখ্যান করেছিলেন শাহরুখ। প্রযোজকের সাথে বেশ মনোমালিন্য হওয়ায় তিনি ‘র্যাঞ্চোর’ ভূমিকায় অভিনয় করা থেকে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।