Skip to content

ক্যাটরিনা কাইফের থেকেও বহুগুণ সুন্দরী তার বোন ইসাবেল, সৌন্দর্য এমনই যে চোখ ফেরাতে পারবেন না! দেখুন ছবি

  img 20230209 194106

  বর্তমানে বলিউডের (Bollywood) শীর্ষ অভিনেত্রীদের সারিতে ক্যাটরিনা কাইফের (Kaatrina Kaif) নাম অন্যতম। বলিউডে বহু বছর ধরে রাজত্ব করেছেন তিনি।

  Isabelle kaif

  ২০০৩ সালে ‘বুম’-এর (Boom) মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয়েছিল তার। তিনি যেমন অপূর্ব সুন্দরী, তেমনই তার নৃত্যকলা। যা সহজেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তবে বক্স অফিসে এই সিনেমাটি তেমন সফলতা পায়নি। এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রিতেও ক্যারিয়ার গড়তে অক্ষম হয়েছিলেন।

  Katrina with her sister

   

  তবে এই অভিনেত্রীর প্রথম সিনেমা ফ্লপ হলেও তিনি সফলতা য়েছিলেন বলিউড ফিল্ম ‘ম্যানে প্যার কিউ কিয়া’ (Main Payyar Kiu Kiya)। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan)। তারপর তিনি বলিউডে একের পর এক কাজ করতে থাকেন এবং যথেষ্ট জনপ্রিয়তা পান। এছাড়াও সালমানের  সঙ্গে তার অনেকদিন প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল, যার কারণে তিনি প্রায়ই শিরোনামে থাকতেন। তবে সম্প্রতিই ২০২১ সালে ভিকি কৌশলের সাথে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। বর্তমানে তারা খুব সুখী জীবনযাপন কাটাচ্ছেন।

  Isabelle Kaif

  তবে আজকের এই প্রতিবেদন ক্যাটরিনাকে নিয়ে নয়, পড়ন্ত তার ৮ জন বোনের মধ্যে অন্যতম এক বোনের জন্য। তিনি হলেন ইসাবেল কাইফ (Isabelle Kaif)। ক্যাটরিনার তার এই সুন্দরী বোনের সাথে অনেকবার লাইম-লাইটে এসেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও দুই বোন একসাথে অনেক ছবি, ভিডিও শেয়ার করেন। তার বোনের সৌন্দর্যের কাছে একাধিক বলিউড অভিনেত্রী হার মেনে যাবেন।

  Isabelle Kaif

  দিদির মতোই তিনিও এসেছিলেন বলিউডে নিজের জায়গা করে নিতে, তবে তার প্রথম ছবির পর তিনি একদমই সফলতা পাননি ক্যারিয়ারে। কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়।

  তার এই হট, স্টাইলিস্ট এবং আকর্ষণীয় লুকের জন্য তিনি সর্বদাই সকলের মন জয় করে নেন। ইসাবেল ওয়েস্টার্ন পোশাকের সাথে সাথে ভারতীয় পোশাক পড়তেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলের বেশ কিছু ছবি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে।