Skip to content

চিনতে পারছেন কারিশমার সাথে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছেলেটিকে? আজকে ইনি বলিউডের জনপ্রিয় অভিনেতা

img 20221009 090501

বলিউড ইন্ডাস্ট্রির শুরু থেকেই কাপুর পরিবারে (Kapoor Family) জনপ্রিয়তা যথেষ্ট। এত বড় বিশাল পরিবারের প্রত্যেকেই কোন না কোন ক্ষেত্রে জনপ্রিয় হওয়ায় প্রায়ই তারা শিরোনামে থাকেন। ৯০ দশক থেকেই কাপুর পরিবারে দুজন জনপ্রিয় অভিনেত্রী কারিশ্মা কাপুর ও কারিনা কাপুর তাদের অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছিলেন। কারিশমা কাপুর অভিনয় জগত থেকে বিরত থাকলেও করিনা এখনও অবধি দুর্দান্ত সিনেমা উপহার দেন।

অপরদিকে আজই প্রতিবেদনে যার কথা বলতে চলেছি তিনিও কাপুর পরিবারে একজন গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে তিনি বলিউডের অন্যতম অভিনেতাদের মধ্যে একজন এবং ক্যারিয়ারের শুরুতেই তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার অর্জন করেছিলেন। সম্প্রতি কারিশমা কাপুরের সঙ্গে একটি ছোট্ট ছেলের ছবি ভাইরাল হতে শুরু করেছেন এই দুনিয়ায়। আর সেই কোন দেশে শিশুটিকে দেখে অনেকে চিনতেও পেরেছেন যিনি বর্তমানে বলিউডের সেরা অভিনেতা।

Kapoor family members

নিজের ক্যারিয়ার জগতে তিনি একাধিক দুর্দান্ত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। বর্তমানে তার স্ত্রীও বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন সুপারস্টার। হয়তো এতক্ষণে আপনার শিশুটিকে চিনতে পেরেছেন। হ্যাঁ ছবিতে  দেখতে পাওয়াই শিশুটি হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। সম্প্রতি সিনেমা হলে ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত’ (Bramvasta)।

Ranbir kapoor and Alia Bhatt

ছবিটি বক্স অফিসে দুর্দান্ত হিট করেছে এবং খুব শ্রীঘই বাবা হতে চলেছেন রণবীর কাপুর। রণবীর কাপুরের বাবা-মা ঋষি কাপুর (Rishi Kapoor) এবং নীতু কাপুর (Nitu Kapoor)। কারিশমা কাপুর এবং কারিনা কাপুর দুজনেই তার বোন এবং দুজনের সাথেই ভাই বোনের সম্পর্ক অত্যন্ত ভালো। ভাইরাল হওয়া ছবিটি দেখামাত্রই নেটিজেনরা ভাই-বোনের এই সম্পর্কটি খুবই পছন্দ করেছেন।