Skip to content

চেনা যাচ্ছে না 21 বছর আগের ‘লাগান’ সিনেমার অভিনেত্রীকে, পাল্টে গেছে আমিরের হিরোয়িনের লুক

  বলিউডের মতো চমকপ্রদ রূপালি পর্দার জগতে সকল অভিনেতা-অভিনেত্রীরাই ভালোভাবে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করতে চান। এই স্বপ্ন অনেকেরই পূরণ হয় আবার অনেকের শত চেষ্টার পরেও হয় না। তবে এত কিছুর মাঝেও বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী কিংবা ছোট শিল্পীদের থেকে শুরু করে অনেক পার্শ্ববর্তী শিল্পীদের দুর্দান্ত কাজ আমাদের মন ছুঁয়ে যায় অনায়াসেই এবং তা আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকে।

  তবে, বেশ কিছু অভিনেতা, অভিনেত্রীরা আছেন যারা রূপালি পর্দায় নিজেদের অধিপত্য ধরে রাখার পূর্বেই কিছুদিনের মধ্যেই হারিয়ে গেছেন। তাদের আর খুব বেশি এ জগতে দেখা যায়নি। আজ আপনাদের এই প্রতিবেদনে এমনই একজন অভিনেত্রীর সম্বন্ধে জানাতে চলেছি।

  Lagaan movie

  আপনাদের প্রত্যেকেরই বলিউডের বেশ পুরনো অন্যতম জনপ্রিয় ‘লাগান’ সিনেমাটির কথা মনে আছে। এই ছবিতে মুখ্য চরিত্রে মিস্টার পারফেকশনিস্ট অর্থাৎ বলিউডের অন্যতম সুপারস্টার আমির খান অভিনয় করেছিলেন। আর তার সহশিল্পী হিসেবে তার বিপরীতে দেখা গিয়েছিল একজন অসাধারণ সুন্দর এবং প্রতিভাময়ী অভিনেত্রী কে। যার নাম গ্রেসি সিং।

  এই অভিনেত্রী বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শকরা তার কাছ থেকে আরো ভালো ভালো সিনেমা উপহার পাওয়ার আশা রাখলেও বেশ কিছুদিনের মধ্যেই তিনি বলিউড থেকে উধাও হয়েছে যান। বহু মানুষই হয়তো এই অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত কিছু যানেন না। আসুন এই  ব্যাপারে বিস্তারিত জেনে নি।

  Lagaan movie heroine

   

  এই অভিনেত্রী ‘লাগান’ ছবির মধ্য দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন। তারপর তিনি বেশ বহু বছর এই জগত থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তার কিছু জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম হল অজয় দেবগণের  সাথে অভিনীত গঙ্গাজল, সঞ্জয় দত্তের সাথে অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’, অনিল কাপুরের সঙ্গে অভিনীত ‘আরমান’। তবে বর্তমানে বহু নতুন অভিনেত্রী মুখের আবির্ভাব হওয়ার কারণে এবং বহু বছর ধরে এই অভিনেত্রীর নিজেকে বিরত রাখার কারণে অনেকেই হয়তো তাকে ভুলে গেছেন। আপনারা কি জানেন বর্তমানে এই অভিনেত্রীকে কেমন দেখতে হয়েছে?

  See also  ওয়েটিং টিকিটের ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবে যাত্রীরা, পাবেন কনফার্ম টিকিট! অত্যাধুনিক প্রযুক্তি আনছে ভারতীয় রেল

  Gracy Singh

   

  তিনি এই মুহূর্তে ‘সন্তোষী মা’ নামক এক জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করছেন। হিন্দি এই ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অভিনেত্রী গ্রেসি সিং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। নিত্যদিন তিনি নিজের ছবি থেকে শুরু করে যেকোন ভিডিও ক্লিপ শেয়ার করে চলেছেন। সম্প্রতি শুটিং সেটে অথবা অন্য কোন জায়গায় তিনি শাড়ি পড়ে বেশ কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন দর্শকদের সঙ্গে। এই ছবি দেখে ২১ বছর পরে অভিনেত্রীকে প্রায় চেনাই যায় না। তবে দর্শকরা আজও তার সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ।