স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দেশের 44 কোটি গ্রাহকদের UPI জালিয়াতি নিয়ে সতর্ক করল। টুইট করে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয় যে আপনার মোবাইলে যদি upi সংক্রান্ত টাকা কাটার মেসেজ আসে, এবং যদি আপনি সেই এসএমএস সম্পর্কে অবগত না হয় তাহলে সতর্ক হোন।
বিশ্বের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক টি গ্রাহকদের উদ্দেশ্যে কি বার্তা প্রেরণ করেছেন আসুন জেনে নেয়া যাক। যদি আপনার মোবাইলে টাকা কাটার মেসেজ আসে, তাহলে সর্বপ্রথম আপনাকে UPI সার্ভিস বন্ধ করতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি এই ইউপিআই (UPI) সার্ভিস বন্ধ করবেন।
আপনি একটি টোল ফ্রি নম্বর ডায়াল করে ইউপিআই সার্ভিস বন্ধ করতে পারেন।
নম্বর হল:- 1800 1111 09 এবং IVR No:- 1800 425 3800, 1800 11 2211 কল করে বন্ধ করতে পারেন।
এছাড়াও আরেকটি বিকল্প রয়েছে ইউপিআই সার্ভিস বন্ধ করার। আপনি https://cms.onlinesbi.sbi.com/cms এ লগইন করে আপনি অভিযোগ দায়ের করতে পারেন।
এছাড়াও আপনি এসএমএস এর দ্বারা ও অভিযোগ করে UPI সার্ভিস বন্ধ করতে পারেন। 9223008333 নম্বরে এসএমএস করে আপনিও ইউপিআই সার্ভিস বন্ধ করে দিতে পারেন।
বর্তমানের দিন দিন অনলাইন জালিয়াতির ঘটনা বেড়েই চলছে। এই বিষয় এ ব্যাংক গুলির তরফ থেকে সতর্ক বার্তা প্রেরণ করা হচ্ছে। RBI ও নানা সময় সতর্ক বার্তা প্রেরণ করেছে গ্রাহকদের উদ্দেশ্যে। বর্তমানে বিভিন্ন ভুয়ো লিংক ক্লিক করা থেকে সতর্ক হতে বলা হচ্ছে ব্যাংক গুলির তরফ থেকে।